এলআইসি থেকে কোটি টাকা পাওয়ার খবর মিথ্যা, জানাল জঙ্গি হামলায় নিহতের পরিবার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে বেহালার শখেরবাজারের কেন্দ্র সরকারি কর্মী সমীর গুহের । তাঁর মৃত্যুর পরপরই সোশাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়ে যায় । বিমা করার কারণে নিহত সমীরবাবুর পরিবারকে এলআইসি 1 কোটি 70 লাখ টাকা দিয়েছে । সেই খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । এক প্রকার যাচাই না করেই ভাইরাল সূত্র মারফত বিভিন্ন সংবাদমাধ্যম সেটি নিয়ে খবরও করে ফেলে । পরিবার-পরিজন মারফত বিষয়টি জানতে পেরেই আকাশ থেকে পড়ার অবস্থা গুহ পরিবারের ।

তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকেন সমীরবাবুর স্ত্রী ও ভাই । রবিবার সেখানেই তাঁরা সকলের সামনে বিষয়টি স্পষ্ট করেন । সমীরবাবুর স্ত্রী জানান, যে সড়শুনা ব্রাঞ্চ থেকে তাঁদের টাকা দেওয়ার কথা বলা হয়েছে সেই ব্রাঞ্চে তাঁদের কোনও এলআইসি করা ছিল না । দেবাশিস বাগ নামে একজন তাঁদের বাড়িতে এসে এলআইসি এজেন্ট নামে পরিচয় দিয়ে একরকম জোর করে ঘরবাড়ির ছবি তুলে নিয়ে যায় । তারপর এই মিথ্যা প্রচার করেছে । তিনিই এলআইসি-র নাম করে তিন দিনে 10 কোটি 70 লক্ষ টাকা পাওয়ার গল্প সোশাল মিডিয়ায় পোস্ট করেন । কিন্তু সেই টাকা তাঁরা পাননি । বিমা করার জন্য এখনও পর্যন্ত 10 লক্ষ 20 হাজার টাকা পাওয়া গিয়েছে । তবে এর জন্য আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানান ।

 

এদিন বিষয়টি যাচাই না করে বিভিন্ন সংবাদমাধ্যমে তা প্রকাশিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সমীরবাবুর শ্যালক । তিনি বলেন, “যাচাই না করে এই ধরনের খবর প্রকাশ করা উচিত হয়নি । এতে আমাদের অনেকরকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে ও হচ্ছে । কখনও নিরাপত্তার অভাবও বোধ করছি আমরা ।”

তবে এদিন স্বামীর চাকরি দ্রুত পাওয়ার আবেদন জানিয়েছেন সমীরবাবুর স্ত্রী । কারণ সমীরবাবুই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য । তাই স্বাভাবিকভাবেই তাঁর চাকরিটা দ্রুত পেলে পরিবারের সুবিধা হবে । এছাড়াও জঙ্গি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির দাবিও করেছেন সমীরবাবুর স্ত্রী ।

আরও পড়ুন:- ১ লক্ষ ফুট উচ্চতায় বেলুন ওড়াল নাসা, কারণটা খুব গুরুত্বপূর্ণ, জেনে নিন

আরও পড়ুন:- শিশুদের হেলথ ড্রিঙ্কস খাওয়ানো কি ভাল? জানুন কী বলছেন ডাক্তাররা

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন