মাধ্যমিক পাশে লোভনীয় বেতনে ব্যাংকে প্রচুর চাকরি। আবেদন জমা করুন শীঘ্রই

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

govt jobs

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চাকরিপ্রার্থী যুবক-যুবতীদের জন্য সুখবর। এবার ব্যাংক অফ বরোদার (BOB Recruitment) তরফে নিয়োগ প্রক্রিয়া শুরু হল। প্রচুর চাকরিপ্রার্থীর স্বপ্ন পূরণ হতে চলেছে এইবার। ব্যাংকের তরফে জারি করা হয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা এই চাকরিতে যোগদান করতে চান, আজকের এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জেনে নিন। যারা চাকরিপ্রার্থী তাঁদের সুবিধার জন্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল।

BOB Recruitment Application 2025

১) ভ্যাকেন্সি ডিটেলস

কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল ব্যাংক অফ বরোদার তরফে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ব্যাংকের সাবর্ডিনেট ক্যাডারে বিপুল শূন্যপদের জন্য অফিস সহকারী না পিয়ন নিয়োগ করা হবে। অতএব বোঝাই যাচ্ছে যে পদে নিয়োগ করা হবে সেটি হল ‘পিওন’। তবে অবশ্যই অন্যান্য নিয়োগের মতো এক্ষেত্রেও কিছু আবেদন যোগ্যতা আছে। আসুন সেগুলি জেনে নেওয়া যাক।

২) শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় পাস হতে হবে। এছাড়াও ওই প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষা পড়তে লিখতে ও বলতে জানতে হবে।

৩) বয়সসীমা

বিজ্ঞপ্তিতে এও উল্লেখ রয়েছে প্রার্থীর বয়সসীমা কত হবে। আপনারা জেনে রাখুন, প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে যদিও বয়সের ছাড় দেওয়া হবে।

৪) বেতন

যারা এই পদে চাকরি পাবেন তাঁদের মূল বেতন হবে ১৯,৫০০ টাকা থেকে ৩৭,৮১৫ টাকা। তবে এর সাথে প্রার্থী দের সঙ্গে অন্যান্য ভাতা দেওয়া হবে।

৫) আবেদন জানাবেন কিভাবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, যারা আগ্রহী প্রার্থী, তাঁরা ৩ মে, ২০২৫ তারিখ থেকেই সরাসরি ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল সাইটে ভিজিট করে সেখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। অর্থাৎ আবেদন জমা করতে হবে অনলাইন মারফত। আবেদন করার জন্য ভিজিট করুন (www.bankofbaroda.co.in) সাইটে। আবেদন জমা করতে পারবেন আগামী ২৩ মে পর্যন্ত।

৬) নিয়োগ প্রক্রিয়া

যারা ব্যাঙ্ক অফ বরোদায় আবেদন জানাবেন তাঁদের লিখিত পরীক্ষা এবং ভাষা দক্ষতার পরীক্ষা দিতে হবে। সেখান থেকেই পারফরম্যান্স এর ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। অনলাইন পরীক্ষায় ইংরেজি ভাষার জন্য থাকবে (২৫ নম্বর), জেনারেল এওয়ার্নেসের জন্য থাকবে (২৫ নম্বর), পাটিগণিতের জন্য থাকবে (২৫ নম্বর), রিজনিং এর জন্য থাকবে (২৫ নম্বর)। পরীক্ষার পূর্ণমান হল ১০০, সময়সীমা মোট ৮০ মিনিট। এছাড়াও বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে পেয়ে যাবেন।

উপসংহার: প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিন। যাবতীয় ডিটেলস ওখান থেকেই পেয়ে যাবেন। সমস্ত নিয়ম মেনে তবেই আবেদন জমা করুন।

আরও পড়ুন:- ১ লক্ষ ফুট উচ্চতায় বেলুন ওড়াল নাসা, কারণটা খুব গুরুত্বপূর্ণ, জেনে নিন

আরও পড়ুন:- শিশুদের হেলথ ড্রিঙ্কস খাওয়ানো কি ভাল? জানুন কী বলছেন ডাক্তাররা

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন