নিয়ন্ত্রণ রেখায় ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, টানা ১১ দিন সীমান্তে চলল গুলি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি)-য় ফের গুলিবর্ষণ পাকিস্তানের। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাতে পাক সেনার তরফে বিনা উসকানিতে গুলি চালানো হয়। এনিয়ে টানা ১১ দিন নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালাল পাক সেনা। তবে পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও।

আরও পড়ুন : দেদার প্যারাসিটামল খেলে কী বিপদ? বড়সড় রোগ পাকার আগে জানুন

২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি হয়েছে। নিয়ন্ত্রণ রেখায় রয়েছে উত্তেজনা। উভয়পক্ষের তরফে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। জঙ্গি হামলার পর ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করে। তার পরই পাক সেনা প্রথমে উত্তর কাশ্মীরের কুপওয়ারা এবং বারামুলা জেলায় ভারতীয় পোস্টগুলিকে লক্ষ্য করে গুলি চালায়। পুঞ্চ, আখনুরেও একই ঘটনা ঘটে।

গত কয়েকদিনে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবানি এবং আখনুরের সীমান্ত এলাকায় পাক সেনা যুদ্ধবিরতি লঙ্ঘন করে লাগাতার গুলি চালিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জঙ্গিদের নিরাপদে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতেই এই কৌশল নিয়েছে ইসলামাবাদ। নিয়ন্ত্রণরেখায় গুলি চালিয়ে ভারতীয় সেনাকে ব্যস্ত রেখে সেই সুযোগে জঙ্গিদের ফেরাতে চাইছে তারা। সেটা বুঝে সতর্ক রয়েছে ভারতীয় সেনাবাহিনীও। গুলির জবাব গুলিতেই দিচ্ছে তারা।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন