জামিন মঞ্জুরের পাঁচদিন পর ফের গ্রেপ্তার চিন্ময়কৃষ্ণ প্রভু , এবার অন্য মামলায়

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বাংলাদেশে (Bangladesh) রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময়কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das) ব্রহ্মচারীর জামিন মঞ্জুর করেছিল হাইকোর্ট। এখনও তাঁর জেলমুক্তি হয়নি। এর মাঝেই ফের তাঁকে গ্রেপ্তার (Arrest) করা হচ্ছে অন্য একটি মামলায়। চট্টগ্রাম আদালত তাঁকে ‘শোন অ্যারেস্টের’ (গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে আবার গ্রেপ্তার) নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন : দেদার প্যারাসিটামল খেলে কী বিপদ? বড়সড় রোগ পাকার আগে জানুন

রাষ্ট্রদোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। গত বছরের নভেম্বরে তাঁর জামিন মামলাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল চট্টগ্রাম আদালত চত্বর। হিংসায় প্রাণ হারান আইনজীবী সাইফুল ইসলাম। কুপিয়ে ও পিটিয়ে তাঁকে হত্যার অভিযোগ ওঠে। সেই ঘটনাতেই এবার চিন্ময়কৃষ্ণকে গ্রেপ্তারির নির্দেশ দিয়েছে আদালত।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আইনজীবী হত্যা মামলায় চিন্ময়কৃষ্ণকে গ্রেপ্তার করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন তদন্তকারীরা। সেই আবেদন সোমবার গ্রাহ্য করেন চট্টগ্রাম আদালতের বিচারক এস এম আলাউদ্দিন মাহমুদ। ভার্চুয়াল শুনানিতে ‘শোন অ্যারেস্ট’-এর নির্দেশ দিয়েছেন তিনি। এই শুনানিতে চিন্ময়কৃষ্ণের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না বলে জানা গিয়েছে।

রাষ্ট্রদোহ মামলায় চিন্ময়কৃষ্ণের গ্রেপ্তারিকে কেন্দ্র করে বাংলাদেশে সংখ্যালঘুদের মধ্যে অসন্তোষ ছড়িয়েছিল। ক্ষোভের আগুন শুধু বাংলাদেশ নয়, সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ে ভারতেও। দীর্ঘ পাঁচ মাস জেলে থাকার পর অবশেষে হাইকোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে। তবে সেই আবেদনের বিরোধিতা করে উচ্চতর আদালতে জামিন স্থগিতের আর্জি জানানো হয়। তার মাঝেই আরও বিপাকে পড়লেন চিন্ময়কৃষ্ণ দাস।

আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন