Bangla News Dunia, বাপ্পাদিত্য:- লাল সিং চাড্ডার পর অভিনয় থেকে বিরতি নেন আমির খান ৷ মাঝে লাপাতা লেডিস ছবি প্রযোজনা করে চর্চায় ছিলেন ৷ কিন্তু অনুরাগীরা উদগ্রীব ছিলেন অভিনেতার স্পোর্টস ড্রামা ছবি সিতারে জমিন পর নিয়ে ৷ অবশেষ প্রতীক্ষার অবসান ৷ প্রকাশ্যে এল ‘সিতারে জমিন পর’ ছবির মুক্তির তারিখ ৷ নির্মাতাদের তরফে সামনে আনা হল অভিনেতা আমিরের ফার্স্ট লুকও ৷
কবে মুক্তি পাচ্ছে ‘সিতারে জমিন পর’ ?
আমির খান প্রযোজনা সংস্থার তরফে সোমবার অনুরাগীদের সঙ্গে ছবি মুক্তির তারিখ শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা, “একটা সিনেমা যা ভালোবাসা, হাসি ও আনন্দকে উদযাপন করে ৷ সিতারে জমিন পর, সবকা আপনা আপনা নরমাল প্রেক্ষাগৃহে আসছে 20 জুন ৷” পাশাপাশি সামনে এসেছে ছবির প্রথম পোস্টারও ৷ যেখানে আমির খানের প্রথম ঝলক দেখে মুগ্ধ অনুরাগীরা ৷ ছবিতে দেখা গিয়েছে, বাস্কেটবল টিমের সঙ্গে বসে আছেন আমির খান ৷ পিছনে দাঁড়িয়ে খেলোয়াড়রা ৷
ছবিটি পরিচালনা করেছেন এস প্রসন্ন ৷ সিনেমা প্রযোজনার দায়িত্বে আমির খান ও তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সংস্থা ৷ 2018 সালে মুক্তি পাওয়া স্প্যানিশ ছবি চ্যাম্পিয়ন থেকে অনুপ্রাণিত এই ছবি ৷ সিতারে জমিন পর-এর সিনেমাটোগ্রাফি সামলেছেন শ্রীনিবাস রেড্ডি ৷ সঙ্গীত পরিচালনা করেছেন শঙ্কর-এহসান-লয় ৷
আমির খানের বিপরীতে দেখা যাবে জেনেলিয়া ডি’সুজাকে ৷ 2023 সালের অক্টোবরে সিতারে জমিন পর ছবির ঘোষণা করেন আমির খান ৷ মুম্বইয়ের পাশাপাশি ছবির শুটিং হয়েছে দিল্লি ও ভদোদরার বিভিন্ন এলাকায় ৷ 2024 সালের জুনে শেষ হয় ছবির শুটিং ৷ একবছর পর প্রেক্ষাগৃহে 20 জুন মুক্তি পাচ্ছে ‘সিতারে জমিন পর’ ৷