হঠাৎ কে মোদির কার্যালয়ে গেলেন রাহুল ও প্রধান বিচারপতি ?

By Bangla News Dunia Dinesh

Published on:

modi rahul gandhi

Bangla News Dunia, দীনেশ :- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়ে সোমবার দেখা মিলল বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। কিন্তু হঠাৎ সংসদ ভবনের সাউথ ব্লকে কেনই বা আগমন এই দুজনের? পহেলগাঁও কাণ্ডের পর থেকেই কার্যত যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা দেশে। সেই আবহে এমন ঘটনায় প্রশ্ন তো উঠবেই। তবে কি এর সঙ্গে যোগ রয়েছে পহেলগাঁও কাণ্ডের? তবে কি তৈরি হচ্ছে প্রত্যাঘাতের ব্লু প্রিন্ট?

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে টোটো নিয়ে নতুন নিয়ম চালু, জানা জরুরি

ঘটনা একেবারেই তা নয়। জানা গিয়েছে, সিবিআই-এর পরবর্তী প্রধান বাছাইয়ের জন্যই এদিন মোদির সঙ্গে বৈঠক করেন রাহুল এবং সঞ্জীব। প্রসঙ্গত, বর্তমান সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ২৫ মে। ২০২৩ সালের মে মাসে সুবোধ কুমার জয়সওয়ালের জায়গায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার দায়িত্ব গ্রহণ করেছিলেন ১৯৮৬ ব্যাচের কর্নাটক ক্যাডারের এই আইপিএস কর্তা। এবার তাঁর জায়গায় কে হবেন পরবর্তী সিবিআই প্রধান সেটা ঠিক করতেই আজকের এই বৈঠকের আয়োজন, এর সঙ্গে আদৌও পহেলগাঁও কাণ্ডের কোনও যোগসূত্র নেই।

আরও পড়ুন:- মে মাসে ট্রেনের টিকিট বুকিংয়ে নিয়ম বদলেছে, না জানা থাকলে জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন