ভারত-পাক উত্তেজনা প্রশমনে নিরাপত্তা পরিষদে বৈঠক ! রাস্তা কোন পথে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পহলগাম হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিয়ে সোমবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বৈঠকে হল। প্রায় দেড় ঘণ্টা চলে সেই রুদ্ধদ্বার বৈঠক। তবে সেখানে কী কী আলোচনা হয়েছে, সেব্যাপারে নিরাপত্তা পরিষদের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন : হঠাৎ কে মোদির কার্যালয়ে গেলেন রাহুল ও প্রধান বিচারপতি ?

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ‘রুদ্ধদ্বার আলোচনা’র জন্য নিরাপত্তা পরিষদে অনুরোধ করেছিল পাকিস্তান। পাকিস্তান এই পরিষদের অস্থায়ী সদস্য। অন্যদিকে, বর্তমানে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলির তালিকায় নেই ভারত। ফলে ভারতের কোনও প্রতিনিধিত্ব ছাড়া ওই আলোচনায় কতটা লাভ হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ জানান, ভারত এবং পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতি কাউন্সিলের সদস্যদের জানাতেই রুদ্ধদ্বার এই আলোচনা। কীভাবে সংঘর্ষ এড়ানো যায়, তা নিয়েও কথা হয়েছে।

মে মাসে নিরাপত্তা পরিষদে সভাপতিত্বের দায়িত্বে থাকা গ্রিসের স্থায়ী প্রতিনিধি ইভানগেলস সেকেরিস জানান, একটি গঠনমূলক আলোচনা হয়েছে, যা আগামী দিনে সাহায্য করবে। নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য রাষ্ট্র রাশিয়াও বৈঠক শেষে জানিয়েছে, উত্তেজনা কমার বিষয়ে তারা আশাবাদী। তবে এবিষয়ে সরকারিভাবে কোনও বিবৃতিও প্রকাশ করেনি নিরাপত্তা পরিষদ।

আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন