মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য 10,000 টাকা দিচ্ছে রাজ্য সরকার। শীঘ্রই আবেদন করুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সদ্য প্রকাশিত হয়েছে মাধ্যমিকের রেজাল্ট। আর ছাত্র-ছাত্রীদের সাহায্যে তরুণের স্বপ্ন (Taruner Swapna) এক বিশেষ প্রকল্পের (Government Scheme) ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee). প্রকল্পে ছাত্রছাত্রীরা পাবেন ১০,০০০ টাকা। এই টাকায় তাঁরা নিজেদের জন্য মোবাইল কিনতে পারবেন। কম বেশি সকলেই এই প্রকল্পের বিষয়ে জানে। এই প্রকল্পের নাম হল তরুণের স্বপ্ন স্কিম (Taruner Swapna). এই প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আসুন জেনে নেওয়া যাক।

WB Government Taruner Swapna Scheme

কোভিড পরিস্থিতি চলাকালীন এই প্রকল্পটির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই প্রকল্পে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের রাজ্য সরকার ১০,০০০ টাকার আর্থিক সাহায্য করবে বলে জানা যায়। এই বিশেষ প্রকল্পটি অচিরেই বাংলায় জনপ্রিয় হয়ে ওঠে। প্রতিবছর লাখ লাখ শিক্ষার্থী প্রকল্পের সহায়তায় ১০,০০০ টাকা পেয়ে নিজেদের জন্য গেজেট তথা ফোন কিনছেন। প্রতিবছরের মতো এবারেও তরুণের স্বপ্ন স্কিমের আবেদন গ্রহণ শুরু হবে। আপনারা যারা স্কিমের জন্য আবেদন করতে চলেছেন আজকের এই প্রতিবেদন আপনাদের কাছে প্রয়োজনীয় তথ্য তুলে ধরবে।

তরুণের স্বপ্ন প্রকল্পের যোগ্যতা

  1. এই প্রকল্পের সহায়তা পেতে ছাত্র-ছাত্রীদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  2. ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
  3. এই প্রকল্পে কোন ইনকামের সোর্স উল্লেখ করা হয়নি। তাই আলাদা করে পারিবারিক ইনকাম উল্লেখ করতে হবে না। কারণ প্রকল্পের জন্য সবাই যোগ্য।

কি কি প্রয়োজনীয় নথি লাগবে?

অন্যান্য প্রকল্পের মতো এক্ষেত্রেও আবেদন জানানোর জন্য কিছু প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এখন দেখে নেওয়া যাক আপনাদের জন্য কোন কোন নথি জমা দেওয়া জরুরি।

  1. আধার কার্ড (যদি ভুল থাকে তাহলে সংশোধন করে নেবেন)
  2. মাধ্যমিকের এডমিট কার্ড এবং রেজাল্ট
  3. ব্যাংকের পাসবুকের জেরক্স
  4. যারা একাদশ শ্রেণীতে উঠলেন, তার ভর্তির রিসিপ্ট কপি।

প্রকল্পের জন্য আবেদন জমা দিবেন কিভাবে?

এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া ছাত্র-ছাত্রীদের নিজস্ব স্কুলের মাধ্যমেই হবে। প্রকল্পের আবেদন শুরু হলে স্কুলের তরফে যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হবে। যে যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টগুলি স্কুলের তরফে চেয়ে নেওয়া হবে। তারপর সেগুলি সেলফ এটেস্টেড করে জমা দিলেই উক্ত শিক্ষার্থীর অ্যাপ্লিকেশন জমা পড়ে যাবে। তারপর নির্দিষ্ট সময়মতো প্রকল্পের টাকা চলে আসবে সরাসরি ব্যাংক একাউন্টে।

উপসংহার: প্রতিবছরের মতো এ বছরেও তরুণের স্বপ্ন প্রকল্পের এপ্লিকেশন জমা নেওয়া হবে। কবে থেকে কিভাবে জমা নেওয়া হবে তা আপনি স্কুলের মাধ্যমেই জেনে যেতে পারবেন। অতএব আর কিছুদিন অপেক্ষা করুন খুব শীঘ্রই এই প্রকল্পের আবেদন শুরু হচ্ছে।

আরও পড়ুন:- সন্তানদের আমেরিকা বর্ডারে ছেড়ে চলে যাচ্ছে ভারতীয় বাবা-মা, কারণ জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন