আধার কার্ড, রেশন কার্ড ও প্যান কার্ড নিয়ে নতুন নির্দেশ সরকারের, না মানলে জরিমানা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সম্প্রতি কেন্দ্রীয় সরকার আধার কার্ড, রেশন কার্ড ও প্যান কার্ড সংযুক্তি নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। দেশের সব নাগরিককে এই নির্দেশ মেনে চলা বাধ্যতা মূলক করা হয়েছে। যারা আগে থেকেই লিংক করেছেন, তাদেরও কিছু তথ্য যাচাই করতে হবে। মুলত কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকে এই সকল নথিপত্র যাচাই করার নির্দেশ দিয়েছে। মুলত দিল্লি সরকারের তরফে এমন কড়া নির্দেশ দেওয়া হয়েছে, মুলত বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা অবৈধ নাগরিকদের ধরার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও কিছু দরকারি নিয়ম সম্পর্কে জানিয়ে দেওয়া হল।

আধার কার্ড, রেশন কার্ড ও প্যান কার্ড নিয়ে কেন্দ্রের নতুন নির্দেশ

এছাড়াও আধার এখন বাধ্যতামূলক অনেক সরকারি পরিষেবায়, আধার ছাড়া এখন অনেক সরকারি প্রকল্প ও সুবিধা পাওয়া যাচ্ছে না। রেশন ও প্যান, ব্যাংক একাউন্ট, মোবাইল নম্বর সব কিছুর সাথেই আধার লিংক করা আবশ্যক। বিশেষ করে পিএম কিষাণ সম্মান নিধি, রেশন সাবসিডি, আয়কর রিটার্ন ফাইল করা, ব্যাংক লেনদেন। সরকার জানিয়েছে, রেশন যদি আধারের সঙ্গে সংযুক্ত না থাকে, তাহলে সেই কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে খাদ্য শস্যের সাবসিডি বন্ধ হয়ে যাবে।

নিকটস্থ রেশন দোকানে গিয়ে আধার লিংক করিয়ে নিন, অথবা নিজের মোবাইল থেকেই Ration Card Aadhaar Link পোর্টালে গিয়ে চেক করুন। আয়কর দপ্তরের নির্দেশ অনুসারে, প্যান এবং আধার লিংক না করা থাকলে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে এবং জরিমানা দিতে হতে পারে 10,000 পর্যন্ত! কিন্তু এখন পর্যন্ত এই নিয়ে এখন কিছু বড় সিদ্ধান্ত জানানো হয়নি সরকারের তরফে।

আধার প্যান বা আধার রেশন লিংক স্ট্যাটাস চেক

  • UIDAI ওয়েবসাইটে যান
  • “Aadhaar Services” থেকে “Check Aadhaar Link Status” অপশন বেছে নিন
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে যাচাই করুন

অতিরিক্ত সতর্কতা

  1. ভুল তথ্য দিলে বাতিল হতে পারে নথি
  2. একাধিক রেশন কার্ড থাকলে বাতিল হয়ে যেতে পারে
  3. ভুল আধার নম্বর দিলে তথ্য যাচাই ব্যর্থ হবে
  4. অনলাইন বা অফলাইনে তথ্য যাচাইয়ে কোনও অসঙ্গতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে

আরও পড়ুন:- সন্তানদের আমেরিকা বর্ডারে ছেড়ে চলে যাচ্ছে ভারতীয় বাবা-মা, কারণ জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন