বুধে দেশজুড়ে অসামরিক মহড়ার নির্দেশ, মোদির সঙ্গে বৈঠক করলেন ডোভাল

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পহেলগাঁওয়ের ঘটনার (Pahalgam terror attack) পর থেকেই তলানিতে ঠেকেছে ভারত-পাক সম্পর্ক। দুই দেশের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতি। এই আবহেই নাগরিকদের আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে আগামীকাল অসামরিক মহড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আর সেই মহড়ার আগেই মঙ্গলবার সকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi-Doval Meeting)।

আরও পড়ুন : হঠাৎ কে মোদির কার্যালয়ে গেলেন রাহুল ও প্রধান বিচারপতি ?

সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বাসভবনে গিয়েছিলেন অজিত ডোভাল। সেখানেই প্রায় ৪০ মিনিট ধরে চলে বৈঠক। তবে কী নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে তা এখনও জানা যায়নি। কিন্তু মনে করা হচ্ছে, পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয়েই আলোচনা হয়েছে দুজনের মধ্যে। বিগত কয়েকদিন ধরেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সহ তিন বাহিনীর প্রধানের সঙ্গে দফায় দফায় উচ্চ-পর্যায়ের বৈঠক করেছেন মোদি। গত সপ্তাহেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল চৌহানের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। তারপরই তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী। হামলাকারী এবং তাদের মদতদাতাদের যে উপযুক্ত শাস্তি দেওয়া হবে সেই প্রতিশ্রুতিও দিয়েছিলেন। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। সেই সঙ্গে বুধবার দেশজুড়ে অসামরিক মহড়া হতে চলেছে। এই পরিস্থিতিতে পরবর্তীতে কী পদক্ষেপ হতে চলেছে, তা নিয়েই এখন কৌতূহল সব মহলে।

আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন