Bangla News Dunia, দীনেশ :- ভূস্বর্গের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে প্রাণ হারান ২৫ পর্যটক সহ ২৬ জন। তাঁদের রক্তে রক্তাক্ত হয়ে ওঠে ভূস্বর্গ। ২২ এপ্রিলের পহেলগাঁওয়ের সেই ঘটনায় (Pahalgam Terror Attack) ক্ষোভে ফুঁসছে দেশবাসী। জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। এই ঘটনার ১৪ দিন পার। অথচ এখনও অধরা জঙ্গিরা। পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর সদস্যরা এখনও কাশ্মীরের দুর্গম জঙ্গল এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। কেন এখনও অধরা জঙ্গিরা? এই প্রশ্নে মোদি সরকারকে বিদ্ধ করেছেন বিরোধীরা। এবার পহেলগাঁও হামলার ১৪ দিনে ‘মৌনমোদি’র কাছে ১৪ দফা প্রশ্ন তুলে ধরল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)।
আরও পড়ুন:- যুদ্ধ কি বেঁধেই যাচ্ছে ? রাজ্যগুলোকে সিভিল ডিফেন্সের মহড়ার নির্দেশ কেন্দ্রের। বিস্তারিত জানুন
সোশ্যাল মিডিয়ায় (Social Media) তৃণমূলের তরফে পোস্ট করে জঙ্গি হামলায়, স্বজনহারা পরিবার, দেশের নিরাপত্তা নিয়ে একে একে ১৪টি প্রশ্ন তোলা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। সেইসঙ্গে কটাক্ষ করে দাবি, ‘উত্তর দিন মৌনমোদি।’ তৃণমূলের তরফে প্রশ্ন করা হয়েছে, পহেলগাঁওয়ে নৃশংস হামলার ১৪ দিন, অবিচারের ৩৩০ ঘণ্টা পার, ১) তবু কেন সব জঙ্গি এখনও ধরা পড়ল না? ২) তদন্তের অগ্রগতি কী? ৩) কেন প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকের পরিবর্তে বিহারের নির্বাচনি প্রচারকে অগ্রাধিকার দিলেন? ৪) আগাম সতর্কবার্তা পাওয়ার পরও যেসব নিরাপত্তা সংস্থা ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? ৫) নিরাপত্তার গাফিলতির বিষয়টি কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিয়ে কী পদক্ষেপ করেছে? ৬) কাশ্মীরের অন্যতম জনপ্রিয় পর্যটন বৈসরনের ৫ কিলোমিটারের মধ্যে কেন কোনও নিরাপত্তা বাহিনী ছিল না? ৭) প্রধানমন্ত্রী এখনও কেন নিহত ২৬ জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেননি?।
৮) যেসব পরিবার সরাসরি কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছে, তাঁদের প্রতি জবাবদিহির দায়িত্ব কার? ৯) পাক রেঞ্জারদের হাতে বন্দি পি কে সাউ কবে দেশে ফিরবেন? ১০) সারা দেশে বাড়তে থাকা ঘৃণাজনিত অপরাধ রুখতে কী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার? ১১) জঙ্গি হানায় স্বামীকে হারিয়েছেন হিমাংশী নারওয়াল। তাঁকে বিজেপি ঘনিষ্ঠ ট্রোলাররা যেভাবে হেনস্তা করছে, তার বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না ১২) এই শোকের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’কে কেন লাল কার্পেটে সংবর্ধনা দেওয়া হল? ১৩) ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি কী কী সন্ত্রাস দমল কৌশল নিচ্ছে কেন্দ্রীয় সরকার? ১৪) দেশের অন্যান্য পর্যটনকেন্দ্রগুলিকে সুরক্ষিত করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে?।
আরও পড়ুন:- সন্তানদের আমেরিকা বর্ডারে ছেড়ে চলে যাচ্ছে ভারতীয় বাবা-মা, কারণ জেনে নিন