মন্দার বাজারেও এই 5 মিউচুয়াল ফান্ডে দুর্দান্ত রিটার্ন! দেখে নিন তালিকা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Mutual Fund

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  ভারতীয় শেয়ার বাজারে উত্থান-পতন অব্যাহত রয়েছে। আজ সকাল 11টা নাগাদ, নিফটি 0.36 শতাংশ হ্রাসের সঙ্গে 24,373.65 এ লেনদেন করছে এবং সেনসেক্স 0.32 শতাংশ হ্রাসের সঙ্গে 80,530.16 টাকায় লেনদেন করছে।

কিন্তু, এই পতনের বাজারেও বিনিয়োগকারীদের জন্য একটি সুখবর রয়েছে। মিউচুয়াল ফান্ডগুলি ভালো রিটার্ন পাচ্ছে। এই প্রতিবেদনে এমন 5 মিড-ক্যাপ মিউচুয়াল ফান্ডের কথা জেনে নেওয়া যাক, যেগুলি গত 5 বছরে বিনিয়োগকারীদের 35 শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে।

  • মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড:

গত 5 বছরে সর্বোচ্চ রিটার্ন প্রদানকারী মিড-ক্যাপ মিউচুয়াল ফান্ডের তালিকার শীর্ষে রয়েছে মতিলাল ওসওয়াল মিডক্যাপ ফান্ড। এর সরাসরি পরিকল্পনা 5 বছরে বিনিয়োগকারীদের 35.6 শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে।

  • কোয়ান্টাম মিড ক্যাপ ফান্ড:

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড। কোয়ান্ট মিড ক্যাপ ফান্ডের সরাসরি পরিকল্পনা গত 5 বছরে বিনিয়োগকারীদের 35.58 শতাংশ রিটার্ন দিয়েছে।

  • এডেলউইস মিড ক্যাপ ফান্ড:

এডেলউইস মিড ক্যাপ ফান্ড 1 বছরে তার বিনিয়োগকারীদের 14.49 শতাংশ রিটার্ন দিয়েছে। যদি আমরা 5 বছরের কথা বলি, তাহলে এই ফান্ডটি 32.13 শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে।

  • নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ড:

গত 5 বছরে সর্বোচ্চ রিটার্ন প্রদানকারী মিড-ক্যাপ মিউচুয়াল ফান্ডের তালিকায় এটি চতুর্থ স্থানে রয়েছে। নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ড 1 বছরে বিনিয়োগকারীদের 10.05 শতাংশ এবং 5 বছরে 32.69 শতাংশ রিটার্ন দিয়েছে।

  • এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিজ ফান্ড:

এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিজ ফান্ডও বিনিয়োগকারীদের চমৎকার রিটার্ন দিয়েছে। এই ফান্ডটি গত এক বছরে 8.69 শতাংশ এবং 5 বছরে 32.24 শতাংশ রিটার্ন দিয়েছে।

এই তথ্য AMFI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে।

বিশেষ দ্রষ্টব্য: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র বিনিয়োগ ও সঞ্চয় সংক্রান্ত ধারণা ও সাধারণ জ্ঞানের উদ্দেশ্যে। এখানে মনে রাখা জরুরি যে যে কোনও পরিমাণ অর্থ বিনিয়োগের ফলাফল বাজারের ঝুঁকির উপর নির্ভর করে। বিনিয়োগকারী হিসেবে বিনিয়োগ করার আগে সব সময় বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

আরও পড়ুন:- সন্তানদের আমেরিকা বর্ডারে ছেড়ে চলে যাচ্ছে ভারতীয় বাবা-মা, কারণ জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন