Bangla News Dunia, Pallab : পহেলগাঁওয়ে বৈসরণ উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) যারা জড়িত, তারা পাকিস্তানে (Pakistan) বিশেষ সেনা প্রশিক্ষণ পেয়েছিল বলে গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে। বলা হয়েছে, পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) থেকে এই জঙ্গিরা উচ্চমানের সামরিক প্রশিক্ষণ নিয়েছিল, যার ফলে তারা জম্মু-কাশ্মীরে একের পর এক হামলা চালাতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন : হঠাৎ কে মোদির কার্যালয়ে গেলেন রাহুল ও প্রধান বিচারপতি ?
জানা গিয়েছে, পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাশিম মুসা নামে এক জঙ্গি আগে পাকিস্তানের সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ছিল। পরে সে লস্কর-ই-তৈবায় যোগ দেয়। অতীতে বহু হামলায় অংশ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
২০২৩ সালে হাশিম মুসা ভারতে প্রবেশ করে এবং তারপর থেকে সে অন্তত ছয়টি বড় হামলার সঙ্গে যুক্ত ছিল। গত বছর অক্টোবরে গান্ডেরবালে জঙ্গি হামলায় নিহত হন সাতজন। এরপর বারামুলায় নিরাপত্তাবাহিনীর চার সদস্য শহিদ হন জঙ্গি হামলায়। এই দুটি ঘটনাতেই ঘনিষ্ঠ যোগ ছিল মুসার।
বর্তমানে ধারণা করা হচ্ছে, মুসা দক্ষিণ কাশ্মীরের জঙ্গলে আত্মগোপন করে রয়েছে। তাকে ধরতে নিরাপত্তাবাহিনী জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে। জম্মু ও কাশ্মীর পুলিশ তার খোঁজে ২০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়েছে।
মুসা সহ এই হামলায় জড়িত অন্তত ১৪ জন লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনের সদস্য। তারা সবাই পাকিস্তানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।