Bangla News Dunia, Pallab : গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘুরে বেড়াচ্ছে। অনেকেই দাবি করছেন যে, ৫০০ টাকার নোট নাকি বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক। পোস্টে এমনও বলা হয়েছে যে, আগামী দিনে ৯০ শতাংশ এটিএম থেকে শুধুমাত্র ১০০ টাকা ২০০ টাকার নোট পাওয়া যাবে।
আরও পড়ুন : হঠাৎ কে মোদির কার্যালয়ে গেলেন রাহুল ও প্রধান বিচারপতি ?
ভাইরাল পোস্ট কী বলা হয়েছে?
সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম X-এ ছড়িয়ে পড়া একটি ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে যে, ভারতীয় রিজার্ভ ব্যাংক নাকি অন্যান্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে, এটিএমগুলিতে ১০০ টাকা এবং ২০০ টাকা নোটের পরিমাণ বাড়াতে হবে। আর এই দাবির সূত্র ধরে অনেকেই বলছেন যে, ৫০০ টাকার নোট নাকি বাতিল করে দেওয়া হচ্ছে।
রিজার্ভ ব্যাংক কী বলছে?
আসলে ভারতীয় রিজার্ভ ব্যাংক সত্যিই এমন একটি নির্দেশিকা জারি করেছিল ব্যাংকগুলির উদ্দেশ্যে। তবে সেই নির্দেশিকায় ৫০০ টাকার নোট বাতিলের কোনোরকম সিদ্ধান্ত নেই। হ্যাঁ, আরবিআই শুধুমাত্র ব্যাংকগুলোকে বলেছিল, যাতে জনগণের সুবিধার জন্য এটিএম-এ পর্যাপ্ত পরিমাণে ১০০ টাকা ও ২০০ টাকার নোট থাকে এবং সাধারণ মানুষকে লেনদেনে কোনরকম সমস্যায় না পড়তে হয়।
কেন এই নির্দেশিকা?
আসলে এটিএম থেকে যখনই আমরা টাকা তুলতে যাই, তখন ৫০০ টাকার নোট বের হয়। আর এগুলো খুচরো করতে অনেকেই সমস্যার সম্মুখীন হয়। ছোট দোকান বা বাজার বা রাস্তায় অনেকেই বড় নোটের বদলে ছোট নোট দিতে পারেনা। তার ফলে লেনদেনের সমস্যা দেখা যায়। আর এই সমস্যার সমাধান করতে ছোট ছোট নোটের সরবরাহ বৃদ্ধি করতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক। আর এজন্যই এটিএম-এ ১০০ ও ২০০ টাকার নোটের যোগান বাড়ানোর কথা বলা হয়েছে।।