Bangla News Dunia, Pallab : হামাসকে আরও চাপ দিয়ে তাদের হাত থেকে সব ইজরায়েলি পণবন্দির মুক্তি ও ইজরায়েলের শর্তে হামাসকে যুদ্ধবিরতি আলোচনায় রাজি করাতে নতুন ছক কষল নেতানিয়াহুর দেশ। তারা গাজা (Gaza) পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছে। গাজা পুরো দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইজরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভা। একইসঙ্গে পরিকল্পনায় কয়েক হাজার প্যালেস্তিনীয়কে গাজার দক্ষিণাংশে স্থানান্তরিত করার কথাও বলা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, সোমবার বিষয়টি অনুমোদিত হয়েছে ইজরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভায়।
আরও পড়ুন : হঠাৎ কে মোদির কার্যালয়ে গেলেন রাহুল ও প্রধান বিচারপতি ?
গাজার অর্ধেক অংশ ইতিমধ্যেই ইজরায়েলি সেনার দখলে চলে এসেছে। বাকি অংশটুকুর নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিতে মরিয়া আইডিএফ। সেনাপ্রধান ইয়াল জামির রবিবার জানিয়েছেন, তাঁরা হামাসের মাথা নোয়াতে বদ্ধপরিকর। কয়েক হাজার রিজার্ভ সৈন্যকে ডেকে পাঠানো হয়েছে। তাদের বলা হয়েছে, ইজরায়েল এবার গাজার অতিরিক্ত এলাকায় অভিযান চালাবে। হামাস জঙ্গিদের বিভিন্ন পরিকাঠামো নিশানা করে অভিযান চালানো হবে।
রবিবার রাষ্ট্রসংঘ কিন্তু জানিয়েছে, ইজরায়েলের পরিকল্পনা তারা সমর্থন করবে না। এটা সমর্থন করলে তাদের নীতি লঙ্ঘিত হবে।