Bangla News Dunia, দীনেশ : ভারতের কেন্দ্র সরকার সাধারণ নাগরিকদের আর্থিক সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার জন্য একাধিক বীমা প্রকল্প চালু করেছে। এই প্রকল্প গুলি খুবই কম প্রিমিয়ামে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে, যা দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির জন্য অনেক উপকারী। এই প্রতিবেদনে আমরা কেন্দ্র সরকারের পাচটি গুরুত্বপূর্ণ বীমা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেখানে সকলে ভালো পরিমান সুবিধা পাবে সকলে।
কেন্দ্র সরকারের পাচটি বীমা প্রকল্প জেনে নিন কী কী সুবিধা পাবেন
দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের জন্য এই সকল ইনস্যুরেন্স স্কিম নিয়ে আসা হয়েছে। যেখানে সকল মানুষেরা কম খরচে নিজেদের স্বাস্থ্য ও জীবন বীমা করতে পারে এবং তাদের সকল সমস্যা থেকে মুক্তির একটা পথ খুঁজে পান। এই সম্পর্কে আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY)
এই প্রকল্পটি ১৮ থেকে ৫০ বছর বয়সী যেকোনো ভারতীয় নাগরিক নিতে পারেন। ব্যাংক একাউন্ট থাকা বাধ্যতামূলক। বার্ষিক প্রিমিয়াম মাত্র ৪৩৫, বিমার পরিমাণ ২ লক্ষ, মৃত্যু জনিত ক্ষেত্রে পুরো টাকা পরিবারের সদস্য পাবে, সহজ অটো ডেবিট সুবিধা।
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY)
এই বীমা পরিকল্পনা দুর্ঘটনা জনিত মৃত্যু বা অঙ্গহানির ক্ষেত্রে আর্থিক সুরক্ষা দেয়। ১৮ থেকে ৭০ বছর বয়সীরা এই স্কিমের অন্তর্ভুক্ত হতে পারেন, বার্ষিক প্রিমিয়াম মাত্র ২০, দুর্ঘটনায় মৃত্যু বা সম্পূর্ণ অক্ষমতায় ২ লক্ষ, আংশিক অক্ষমতায় ১ লক্ষ, স্বয়ংক্রিয় নবায়ন ব্যবস্থা।
অটল পেনশন যোজনা (APY Scheme)
এই স্কিমটি অবসর কালীন সময়ে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য চালু করা হয়েছে। মূলত অগঠিত খাতের শ্রমিকদের জন্য এটি অত্যন্ত উপযোগী। মাসিক পেনশন ১,০০০ থেকে ৫,০০০ পর্যন্ত, ১৮ – ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন, ন্যূনতম অবদানের ভিত্তিতে পেনশন নির্ধারণ। কর ছাড়ের সুবিধা, স্বয়ংক্রিয় ব্যাংক ডেবিট, বিনিয়োগ কৃত অর্থ সরকার দ্বারা সুরক্ষিত।
আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ
আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PMJAY)
এই প্রকল্পটি স্বাস্থ্য বিমার মধ্যে পড়ে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ স্বাস্থ্য বিমা প্রকল্প, PMJAY এর সুবিধা সমূহ হল – প্রতি পরিবার বছরে ৫ লক্ষ পর্যন্ত কভারেজ, ক্যাশলেস চিকিৎসার সুবিধা, সরকারি ও তালিকা ভুক্ত বেসরকারি হাসপাতাল গুলিতে সেবা পাওয়া যায়। ১০ কোটি দরিদ্র পরিবার অন্তর্ভুক্ত, হাসপাতালে ভর্তি ও অপারেশন কভার করে, কোনো রেজিস্ট্রেশন ফি নেই।
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (PMFBY)
Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) ভারতের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বীমা প্রকল্প। প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, খরা, ঝড়, শিলাবৃষ্টি বা পোকামাকড়ের আক্রমণের ফলে ফসলের ক্ষতি হলে এই স্কিম কৃষকদের আর্থিক সুরক্ষা দেয়। খরিফ ফসলের জন্য প্রিমিয়াম – মাত্র ২%, রবি ফসলের জন্য প্রিমিয়াম মাত্র ১.৫%, বাণিজ্যিক ও উদ্যানতাত্ত্বিক ফসলের জন্য ৫% পর্যন্ত, ক্ষতি হলে কৃষক সরকারি ক্ষতিপূরণ পান সরাসরি ব্যাংক একাউন্টে, ফসল বীমা দাবি প্রক্রিয়া সহজ ও অনলাইন, কৃষকদের চাষে উৎসাহ ও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখে।