Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অপারেশন সিঁদুরের জেরে পাক শেয়ারবাজারে ধস ! পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর কার্যকর হতেই পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে মোট 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতের বায়ুসেনা ৷ বুধবার ভারতের হামলার আঁচ লাগল পাকিস্তানের শেয়ার কারবারেও ৷ মুহুর্তের মধ্যেই ডুবল কোটি কোটি টাকা ৷
পাক স্টক এক্সচেঞ্জে আজ 6 হাজার 500 পয়েন্টের পতন হয় ৷ জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে মধ্যরাতে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী ৷ এরপরই বেহাল দশা পাকিস্তানের শেয়ার বাজারের ৷
এই পরিস্থিতিতে পাক বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ৷ বেঞ্চমার্ক কেএসই-100 ইনডেক্স 6 হাজার 560.82 পয়েন্ট কমেছে, যা 5.78 শতাংশ ৷ গতকাল মার্কেট বন্ধের সময় 113,568.50 পয়েন্ট থেকে বুধবার মার্কেট খোলার সময় এক ধাক্কায় সোজা 107,007.68 পয়েন্টে দাঁড়িয়েছে ৷
আরও পড়ুন:- মকড্রিল মানে কী? ঠিক কী করতে হবে সাইরেন বাজলেই? জানুন
এই অবস্থায় সঙ্গে সঙ্গে মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এর আগে গত মাসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন ৷ সেই সময় 8 হাজার 700 পয়েন্ট নীচে নেমেছিল পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ৷ এই নিয়ে দ্বিতীবার ধসের মুখোমুখি হল পাক শেয়ার বাজার ৷
একেডি সিকিউরিটিজ-এর ফতিমা বুচা জানান, সকাল 11টার পর 1,12,457.37 পয়েন্ট পৌঁছে মার্কেট একটু চাঙ্গা হয়েছিল ৷ কিন্তু দুপুর 12টার সময় একেবারে 1,11,171.92 পয়েন্টে নেমে যায় ৷ তিনি বলেন, “ভারতের সামরিক অভিযানের একটা আশঙ্কা ছিলই ৷ তাই এমনটা যে হবে, তা আশা করেছিলাম ৷ আজ সকালে মার্কেট যখন খুলল, তখন খুব চাপের সময় ছিল ৷ কিছু বিক্রিবাট্টা হয়েছিল ৷ কিন্তু পরিমাণ কমই ৷ বিনিয়োগকারীরা পরিস্থিতি খতিয়ে দেখছিলেন ৷”
অর্থনৈতিক বিশেষজ্ঞ শেহবাজ আশরফ জানালেন বিনিয়োগকারীরা এখন খুব সতর্ক হয়ে সিদ্ধান্ত নিচ্ছেন ৷ তাঁরা আশা করছেন, এই সংঘাত অল্প সময়ের জন্য ৷ বিশ্বের অন্য দেশগুলি নিশ্চয়ই দু’দেশের মধ্যে চলতে থাকা এই টানাপোড়েন সমাধানে এগিয়ে আসবে এবং শীঘ্রই তা মিটে যাবে ৷
মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জায়গায় জঙ্গি ঘাঁটি নিকেশের যৌথ অভিযান চালায় সেনা ও নৌ- ভারতের তিন বাহিনী ৷ 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে 26 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয় ৷ এই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা-র ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফোর্স’ (টিআরএফ) ৷
আরও পড়ুন:- পাক সেনার ওপর বড় হামলা, অফিসার সহ নিহত ৬ । জানুন বিস্তারিত