“অপারেশন সিঁদুরের” একদিন পার, নিয়ন্ত্রণরেখায় গুলিবর্ষণ অব্যাহত পাকিস্তানের ! শহিদ জওয়ান

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পাকিস্তানের প্রত্যাঘ্যাত হেনেছে ভারত। মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে (Operation Sindoor) পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৯টি জঙ্গিঘাঁটি। কিন্তু তাতেও দমেনি পাকিস্তান। বুধবার গভীর রাতেও জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা (LoC) বরাবর গুলি চালিয়েছে পাক সেনা (Pakistan)। কুপওয়ারার কারনা এলাকায় গুলিবর্ষণ করা হয়েছে। নিয়ন্ত্রণরেখার আরও কয়েকটি এলাকাতেও গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ

ভারতীয় সেনা সূত্রে খবর, ১৪তম দিনেও প্ররোচনা ছাড়াই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তান। কুপওয়ারা, বারামুল্লা, উরি এবং আখনুরের গ্রামগুলিতে নিরীহ সাধারণ নাগরিকদের বসতি লক্ষ্য করে ওই গুলি চালানো হয়। তবে ওই গুলি চালানোর ঘটনায় এখনও পর্যন্ত সাধারণ নাগরিকদের কেউ হতাহত হননি। পাকিস্তানের গুলির পালটা জবাব দিয়েছে ভারতও। তবে পাক সেনাবাহিনীর ছোড়া গুলিতে বুধবার পুঞ্চ সেক্টরে দীনেশ কুমার নামে এক সেনা জওয়ান শহিদ হয়েছেন। তিনি ল্যান্সনায়েক পদে কর্মরত ছিলেন। পুঞ্চের কৃষ্ণা ঘাঁটিতে টহল দেওয়ার সময় ঘটনাটি ঘটেছে।

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর থেকেই প্রায় প্রতিদিনই নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করছিল পাকিস্তান। কিন্তু মঙ্গলবার রাতে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর থেকেই তা আরও বেড়ে যায়। ভারতের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারী গোলবর্ষণ শুরু করে পাক সেনা৷ পাকিস্তান সেনাবাহিনীর গুলিবর্ষণে কমপক্ষে ১৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে৷ ৪৩ জন আহত হয়েছেন৷ সূত্রের খবর, এই পরিস্থিতিতে নিয়ন্ত্রণরেখা এবং সীমান্তবর্তী অঞ্চলগুলিতে থেকে সাধারণ নাগরিকদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছে নয়াদিল্লিও

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন