জরুরি খবর! ১০ই মে থেকে রান্নার গ্যাস সিলিন্ডারে নতুন নিয়ম! বিপদে না পড়তে হলে জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ১০ই মে ২০২৫ থেকে রান্নার গ্যাস সিলিন্ডার সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আনছে কেন্দ্র সরকার। এই নতুন নিয়ম প্রত্যেক LPG গ্রাহকের ওপর প্রভাব ফেলবে। তাই আপনার যদি একটি এলপিজি কানেকশন থাকে, তবে এখনই জেনে নিন নতুন নিয়ম কী, এর প্রভাব কী হতে পারে, এবং কী কী পদক্ষেপ আপনার নেওয়া উচিত, কারণ আগের থেকে না জানা থাকলে কোন সমস্যা হবে না (Liquefied Petroleum Gas).

রান্নার গ্যাস সিলিন্ডারের নিয়মে বড় পরিবর্তন ১০ই মে থেকে!

সরকারি তেল কোম্পানি গুলোর তরফ থেকে জানানো হয়েছে যে, ১০ই মে থেকে সব LPG সিলিন্ডারে নিজস্ব পরিচয়পত্র থাকবে QR Code ও RFID থাকবে। যার মাধ্যমে সকল গ্রাহক ও ডিলাররা সকল তথ্য জেনে নিতে পারবে সেই সিলিন্ডারের।যে সব গ্রাহকদের KYC আপডেট করা নেই, তারা গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন না, অনলাইন বুকিং, হোম ডেলিভারি সব কিছুতেই KYC আবশ্যিক।

আরও পড়ুন:- পাক সেনার গুলিতে পরপর মৃত্যু, ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন সীমান্তবর্তী গ্রামবাসীরা

কে কে এই নতুন নিয়মে প্রভাবিত হবেন?

এই নতুন নিয়ম দেশের প্রায় ৩০ কোটিরও বেশি গ্রাহককে প্রভাবিত করবে, বিশেষ করে যাদের বহু বছর আগে কানেকশন নেওয়া হয়েছে কিন্তু তথ্য আপডেট করা হয়নি, তাদের এখনই সতর্ক হতে হবে। আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক এই রান্নার গ্যাসের নিয়ম সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য।

KYC আপডেট না থাকলে কী হবে?

  • গ্যাস বুকিং সিস্টেম থেকে আপনার নাম বাতিল হতে পারে
  • গ্যাস ডেলিভারি বন্ধ হয়ে যেতে পারে
  • সাবসিডি সংক্রান্ত সুবিধাও বন্ধ হতে পারে

কিভাবে KYC আপডেট করবেন?

  1. আপনার গ্যাস পরিষেবা প্রদানকারী কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে আপনি সহজেই KYC আপডেট করতে পারেন।
  2. আধার কার্ড
  3. মোবাইল নম্বর
  4. গ্রাহক নম্বর
  5. বিকল্প ভাবে, আপনি নিকটবর্তী ডিস্ট্রিবিউটর অফিসেও গিয়ে KYC আপডেট করতে পারেন।

নতুন নিয়মে সাবসিডির কী প্রভাব পড়বে?

নতুন নিয়ম অনুসারে, শুধুমাত্র যাদের KYC আপডেট করা থাকবে তারাই সরকার প্রদত্ত সাবসিডি পাবে। যে একাউন্টে সাবসিডি টাকা যায়, সেই একাউন্টের তথ্য আধারের সাথে লিঙ্ক থাকতে হবে। গ্যাস বুকিংয়ের নতুন পদ্ধতি – OTP ভিত্তিক বুকিং ভেরিফিকেশন, অ্যাপ ব্যবহার করে বুকিং, WhatsApp, IVRS এর মাধ্যমে আধার যাচাইকৃত মোবাইল থেকে বুকিং।গ্রাহকদের জন্য জরুরি পরামর্শ, তৎক্ষণাৎ আপনার KYC আপডেট করুন, বুকিংয়ের সময় আধার লিঙ্কড নম্বর ব্যবহার করুন, নিয়মিতভাবে My LPG অ্যাপে তথ্য যাচাই করুন, ডিস্ট্রিবিউটরের কাছ থেকে রশিদ সংগ্রহ করুন প্রতিবার সিলিন্ডার নেওয়ার সময়।

আরও পড়ুন:- ওষুধ ছাড়াই কয়েক দিনে বেড়ে যাবে হিমোগ্লোবিন, এই ৫ খাবার খান

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন