ভারতে নাশকতার ছক ! উত্তেজনার আবহে সীমান্তে গ্রেপ্তার চার চিনা নাগরিক

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে নেপাল সীমান্তে গ্রেপ্তার চার চিনা নাগরিক। ধৃতদের নাম ডেন বিজোন, লি উনাঘাই, হি কিউ হেনসেন, হুবগাং লিভিং। ভারতে অনুপ্রবেশের অভিযোগে বুধবার বিহারের উত্তর চম্পারন জেলার রকসৌল মৈত্রী সেতু থেকে তাদের গ্রেপ্তার করেছে এসএসবি। সূত্রের খবর, অভিযুক্তরা সকলে চিনের হুনান শহরের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা বারবার নিজেদের বয়ান বদলাচ্ছে। অভিযুক্তরা অনর্গল হিন্দি, নেপালি, ইংরেজি ও চিনা ভাষায় কথা বলতে সক্ষম। বুধবার রাতে ধৃতদের বিহারের মতিহারি থানার হাতে তুলে দিয়েছে এসএসবি।

আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ

আরও পড়ুন:- ওষুধ ছাড়াই কয়েক দিনে বেড়ে যাবে হিমোগ্লোবিন, এই ৫ খাবার খান

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন