Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অপারেশন সিঁদুরের পর পাকিস্তান থেকে হুমকি ফোন এক ভারতীয়কে ৷ ঘটনাটি ঘটেছে বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের তিরুপতির পাগাডালাতে ৷ অভিযোগ, এক চুড়ি ব্যবসায়ীকে বোমা হামলায় বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ফোনে ৷ পাকিস্তান থেকে আসা ওই কলে তিরুপতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয় ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চুড়ি ব্যবসায়ী ত্রিলোক কুমার তাঁর বাইকে করে তিরুমালা যাচ্ছিলেন ৷ সেই সময় তাঁর কাছে ওই হুমকি ফোনটি আসে । তিনি ফোন পেয়ে সাময়িকভাবে ঘামড়ে যান ৷ ত্রিলোক কুমারের দাবি, +92 32925 27504 নম্বর থেকে ফোনটি এসেছিল । নিজেকে পাকিস্তানি কর্মকর্তা বলে দাবি করে ফোনের ওপারে থাকা ব্যক্তিটি ৷ সে চুড়ি ব্যবসায়ীকে সতর্ক করে বলে, “আমরা জানি তুমি কী করছ । সাবধান থেকো । না হলে আমরা তোমার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেব ।”
ত্রিলোক কুমার আরও দাবি করেন, ফোন করে তাঁর পরিবারের সদস্যদের নামও উল্লেখ করেছিল ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যা নিয়ে উদ্বিগ্ন ওই ব্যবসায়ী । ত্রিলোক ফোনটি পাওয়ার পরই 100 নম্বরে ফোন করে পুলিশকে ঘটনাটি জানান । সার্কেল ইন্সপেক্টর রামকিশোর ত্রিলোকের সঙ্গে কথা বলে অভিযোগ দায়ের করেন ।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, কলটি পাকিস্তান থেকে এসেছে এবং সম্পূর্ণ তদন্তের পর আরও বিশদ তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে । স্থানীয় পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং কলটির উৎস ও উদ্দেশ্য খুঁজে বের করার জন্য সাইবার ক্রাইম বিশেষজ্ঞ আধিকারিকদের সাহায্য নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।
উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার বদলা হিসাবে মঙ্গলবার রাতে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছে ভারত ৷ এয়ার স্ট্রাইকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের ন’টি জঙ্গি ঘাঁটি ৷ সারাদেশ ভারতীয় সেনার এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে ৷ এদিকে, পাকিস্তান প্রত্যাঘাতের হুমকি দিচ্ছে ৷ এরই মাঝে তিরুপতির ব্যক্তির কাছে পাকিস্তানের নাম করে এই হুমকি ফোন এল ৷
আরও পড়ুন:- জরুরি খবর! ১০ই মে থেকে রান্নার গ্যাস সিলিন্ডারে নতুন নিয়ম! বিপদে না পড়তে হলে জেনে নিন