Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের অপারেশন সিঁদুর-এ তছনছ অবস্থা পাকিস্তানে। জঙ্গিদের লাশের সারি। কুখ্যাত জঙ্গি আজহার মাসুদের গোটা পরিবার শেষ ভারতের হামলায়। মাসুদ শেষমেশ বলছে, ‘আমিও মরে গেলে ভাল হত।’
- 2/10
পাকিস্তানের মাটিতে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালানোর পর থেকেই উপমহাদেশের উত্তেজনা তুঙ্গে। এই অভিযানে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিতে বড় আঘাত হেনেছে ভারতীয় সেনা। ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের।
পাকিস্তানের মাটিতে ভারত পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ এখন আন্তর্জাতিক খবরে শিরোনামে। এই অভিযানে শুধু পাকিস্তানের জঙ্গি ঘাঁটি নয়, জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের শিবিরও ধ্বংস। পাকিস্তান সরকার যতই মুখে অস্বীকার করুক, বাস্তবে তাদের সন্ত্রাসের পরিকাঠামো ভেঙে পড়েছে।
- 4/10
অপারেশন সিঁদুর চালানো হয় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চলে— বালাকোট, মুজফফরাবাদ ও নীলম ভ্যালি। এগুলো সেই এলাকা, যেখানে পাকিস্তান বহুদিন ধরে জঙ্গি শিবির তৈরি করেছে। বিশেষ করে বালাকোটের শিবিরটি জইশ-ই-মহম্মদের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, যেখানে মাসুদ আজহারের অনুগামীরা প্রশিক্ষণ নিত।
- 5/10
রিপোর্ট অনুযায়ী, মাসুদ আজহারের শিবিরে ব্যাপক ধ্বংস হয়েছে। এই শিবিরটি বহুদিন ধরেই ভারতের নজরে ছিল। এই অভিযানে সেই ক্যাম্পে বড়সড় ক্ষতি হয়েছে। শিবিরের বেশির ভাগ অংশ ধ্বংস হয়ে গিয়েছে এবং প্রচুর জঙ্গি নিহত হয়েছে। তবে মাসুদ আজহার নিজে সেখানে উপস্থিত ছিল কিনা, তা এখনও নিশ্চিত নয়। সেনা সূত্র বলছে, ‘‘আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল জঙ্গি পরিকাঠামো ধ্বংস করা। কে কোন অবস্থানে ছিল, সেটির খবর আমরা যাচাই করছি।’’
- 6/10
এই অভিযানে প্রায় ১০০ জঙ্গিকে খতম করা হয়েছে। ধ্বংস হয়েছে অন্তত ৯টি বড় জঙ্গি ঘাঁটি। পাকিস্তানের সেনা ও গোপন ঘাঁটিরও কিছু ক্ষতি হয়েছে। বায়ুসেনা ও স্থলসেনার যৌথ অভিযানে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করা হয়, যাতে সঠিক টার্গেটে আঘাত হানা যায়।
- 7/10
পাকিস্তান সরকার বরাবরের মতোই ভারতকে অভিযুক্ত করে আন্তর্জাতিক মঞ্চে অভিযোগ তুলেছে। পাকিস্তানের ভেতরে সেনা ও প্রশাসনিক স্তরে এখন বিপুল চাপ তৈরি হয়েছে। সীমান্তের বিভিন্ন অঞ্চলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেনা মোতায়েন আরও বাড়ানো হয়েছে।
- 8/10
এই অভিযান ভারতের স্পষ্ট বার্তা— সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে এবং যারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, তাদের রেহাই নেই। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এই অভিযানের মাধ্যমে ভারত এক নতুন স্তরের জবাবদিহির মডেল তৈরি করল।
- 9/10
মাসুদ আজহারের শিবিরে আঘাত, পাকিস্তানের জঙ্গি কাঠামোর বড় ক্ষতি— সব মিলিয়ে অপারেশন সিঁদুর ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ের এক বড় মাইলস্টোন হয়ে থাকল।
- 10/10
মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়। এই ন’টি জায়গার মধ্যে চারটি পাকিস্তানে এবং পাঁচটি পাক অধিকৃত কাশ্মীরে। বহাওয়ালপুর, মুরিদকে এবং সিয়ালকোট, মূলত এই তিনটি এলাকার জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়াই ছিল সেনার মূল লক্ষ্য।
আরও পড়ুন:- জরুরি খবর! ১০ই মে থেকে রান্নার গ্যাস সিলিন্ডারে নতুন নিয়ম! বিপদে না পড়তে হলে জেনে নিন