Bangla News Dunia, Pallab : সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) সাধারণ জনগণকে সচেতন করতে ৫০০ টাকার জাল নোট কীভাবে চিনবেন সেই বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। দেশে জাল নোটের সমস্যা বাড়তে থাকায় সাধারণ মানুষকে সহজ পদ্ধতিতে আসল ও নকল নোটের পার্থক্য বোঝাতে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নিচে ধাপে ধাপে জানানো হলো কীভাবে আপনি খুব সহজে জাল ৫০০ টাকার নোট চিনতে পারবেন।
আরো পড়ুন : তীব্র তাপপ্রবাহ, পারদ চড়বে ৪০ ডিগ্রিতে, কোন কোন জেলায় হলুদ সতর্কতা ? জানুন
৫০০ টাকার জাল নোট চেনার উপায় জানালো RBI
আসল ও জাল ৫০০ টাকার নোটের পার্থক্য বোঝার প্রধান উপায় বলতে গিয়ে RBI জানিয়েছে যে আসল ৫০০ টাকার নোটে কিছু নির্দিষ্ট নিরাপত্তা বৈশিষ্ট্য থাকে যেই গুলোর অনুপস্থিতি বা অস্পষ্টতা থাকলে সেটি জাল নোট হতে পারে। আর আগের থেকে এই সম্পর্কে জেনে নিলে সকলের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।
500 Rupee Note
আসল ৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবি স্পষ্ট ও উচ্চ মানের প্রিন্টে থাকে, একই সঙ্গে নোটে গান্ধীজির জল ছাপ থাকে, যা আলোতে ধরলে পরিষ্কারভাবে দেখা যায়, রঙ পরিবর্তন কারী নিরাপত্তা সুতো (Security Thread), নোটের মাঝে একটি নিরাপত্তা সুতো থাকে, যা হালকা করে নাড়ালে রঙ পরিবর্তন করে, আসল নোটে এটি সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়।
নম্বর সিরিজের স্টাইল ও অক্ষরের দূরত্ব, আসল ৫০০ টাকার নোটের নম্বর সিরিজে ফন্ট সাইজ ছোট থেকে বড় হয়, নকল নোটে সাধারণত এই বৈশিষ্ট্য অনুপস্থিত থাকে অথবা স্পষ্ট নয়, নোটের উপরে বড় হরফে লেখা ‘৫০০’ সংখ্যাটি উঁচু প্রিন্টে থাকে, যা আঙুলে স্পর্শ করলেই বোঝা যায়, এই টেক্সচার অনুভব না হলে সেটি জাল হতে পারে। আসল নোটে বিশেষ কোণে ধরলে ‘RBI’ এবং ‘৫০০’ লেখা দেখা যায় যা সাধারণত জাল নোটে থাকে না।
আসল ৫০০ টাকার নোটের পিছনে রেড ফোর্টের ছবি থাকে এবং সেটি নিখুঁতভাবে প্রিন্ট করা হয়, জাল নোটে এই ছবিতে অস্পষ্টতা কিংবা ডিটেইলের অভাব থাকে, আসল নোটের রঙ একটি নির্দিষ্ট শেডে থাকে এবং এটি উজ্জ্বল হয় না, জাল নোট অনেক সময় বেশি উজ্জ্বল অথবা বিবর্ণ দেখায়, কাগজের মানেও পার্থক্য থাকে আসল নোট তুলনা মূলকভাবে শক্ত ও নির্দিষ্ট টেক্সচারের হয়।
আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ