Bangla News Dunia, দীনেশ :- পাকিস্তানের (Pakistan) লাহোর, করাচির পর এবার নিশানা রাওয়ালপিন্ডি (Rawalpindi)! ক্রিকেট স্টেডিয়ামের কাছে আছড়ে পড়ল ড্রোন। দুই নাগরিকের জখম হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
সূত্রের খবর, এই ঘটনায় স্টেডিয়াম সংলগ্ন একটি রেস্তোরাঁর আংশিক ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ এলাকাটি ঘিরে রেখেছে। ড্রোনটির উৎপত্তিস্থল নির্ধারণের জন্য তদন্ত চলছে। জখমদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (যদিও ভিডিও’র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম এদিন রাত ৮ টায় পেশোয়ার জালমি বনাম করাচি কিংস পিএসএল ২০২৫ ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
আরও পড়ুন:- উচ্চমাধ্যমিক রেজাল্ট রিভিউ ও স্ক্রুটিনি কীভাবে করবেন ? জেনে নিন
এদিন লাহোর, করাচি সহ পাকিস্তানের একাধিক জায়গায় ড্রোন হামলা হয়। কার্যত ত্রস্ত পাকিস্তানের একাধিক বড় শহর। দেশের রাজধানী ইসলামাবাদে সাইরেন বাজছে বলে জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও সামনে এসেছে, (যদিও ভিডিও’র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)।
আরও পড়ুন:- জরুরি খবর! ১০ই মে থেকে রান্নার গ্যাস সিলিন্ডারে নতুন নিয়ম! বিপদে না পড়তে হলে জেনে নিন
এদিকে গতকাল রাতে ভারতের ১৫ শহরের সেনা ছাউনিকে টার্গেট করে ড্রোন-মিসাইল হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। (India Foils Pakistan Escalation Bid)! রুখে দিয়েছে ভারত (India)। টার্গেট করা হয়েছিল শ্রীনগর, পাঠানকোট, চণ্ডীগড়, ভাটিন্ডা, আদমপুর, লুধিয়ায়ানা, অবন্তীপোরা, জম্মু, জলন্ধর, অমৃতসর, কপুরতলা, নাল, ফলোরি, উত্তরলই, ভুজ। কাল রাতে হামলার চেষ্টা করা হয়েছিল বলে জানা গিয়েছে। হামলার আঁচ পেয়ে সক্রিয় হয় ভারতীয় সেনা। রাশিয়া থেকে কেনা এস-৪০০ অ্যান্টি মিসাইল সিস্টেম পাক মিসাইলগুলিকে ধ্বংস করে। পাকিস্তানের রেডার সিস্টেম ধ্বংস করা হয়েছে। Integrated Counter UAS Grid এবং Air Defence System-এ জবাব দেওয়া হয়েছে পাকিস্তানকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে। জানা গিয়েছে, রাওয়ালপিন্ডির এয়ার ডিফেন্স সিস্টেমকেও নষ্ট করা হয়েছে। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম হারপি ড্রোন দিয়ে নষ্ট করে দিয়েছে ভারত।