Bangla News Dunia, Pallab : ভারত-পাকিস্তান (India-Pakistan) উত্তেজনার আবহে এবার সরকারি কর্মীদের ছুটি বাতিল করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নের (Nabanna) তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যের সমস্ত সরকারি কর্মীর ছুটি বাতিল করা হল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।
আরো পড়ুন : তীব্র তাপপ্রবাহ, পারদ চড়বে ৪০ ডিগ্রিতে, কোন কোন জেলায় হলুদ সতর্কতা ? জানুন
নবান্নের নির্দেশিকায় আরও বলা হয়েছে, আগে থেকে যাঁরা ছুটি নিয়ে রেখেছিলেন, তাঁদের ছুটিও বাতিল করতে হবে। জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার ক্ষেত্রে ছাড় মিলবে। তবে সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। আপাতত নিজের এলাকাও ছাড়া যাবে না। যার যেখানে পোস্টিং সেখানেই থাকতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে যাঁরা বর্তমানে অসুস্থতার কারণে ছুটিতে রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়।
এদিকে নবান্নের নির্দেশিকার পর পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। অনির্দিষ্টকালের জন্য পুরসভার সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমস্ত বিপর্যয় মোকাবিলা বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষত রাতের বেলা যেকোনও রকম পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ত্রিপল সহ অন্যান্য বিপর্যয় মোকাবিলা সামগ্রী এবং ত্রাণের জন্য চাল, ডাল, শুকনো খাবার প্রস্তুত রাখতে বলা হয়েছে। ২৪ ঘন্টা খোলা রাখতে হবে কলকাতা পুরসভার কন্ট্রোল রুম। আধিকারিকদের সব সময়ের জন্য কন্ট্রোল রুমে উপস্থিত থাকতে হবে।
আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ