Bangla News Dunia, দীনেশ :- ভারতের ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযানে খতম জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) কমান্ডার আব্দুল রউফ আজহার (Abdul Rauf Azhar)। ১৯৯৯ সালে অটলবিহারী বাজপেয়ীর শাসনকালে ভারতীয় বিমান (আইসি ৮১৪) অপহরণের ঘটনার সঙ্গে যুক্ত ছিল কুখ্যাত এই সন্ত্রাসবাদী। গোয়েন্দা সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের বাহাওয়ালপুর জঙ্গিঘাঁটিতে মিসাইল হামলায় রউফ খতম হয়েছে। রউফ হল জইশ প্রধান মাসুদ আজহারের ছোট ভাই।
১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর আব্দুল সহ পাঁচ জঙ্গি আইসি-৮১৪ বিমান অপহরণ করেছিল। মূলত মাসুদ আজহার আলভি সহ তিন কুখ্যাত জঙ্গিনেতার মুক্তির দাবিতেই বিমানটি অপহরণ করা হয়েছিল। ওই বিমানে মোট ১৭৯ জন যাত্রী এবং ১১ জন বিমানকর্মী ছিলেন। অমৃতসর, লাহোর এবং দুবাই হয়ে অবশেষে বিমানটি আফগানিস্তানের কান্দাহারে থামানো হয়। যাত্রীদের প্রাণের বিনিময়ে অবশেষে মাসুদ সহ তিন জঙ্গিনেতাকে মুক্তি দেওয়া হয়।
আরও পড়ুন:- জরুরি খবর! ১০ই মে থেকে রান্নার গ্যাস সিলিন্ডারে নতুন নিয়ম! বিপদে না পড়তে হলে জেনে নিন
কুখ্যাত জঙ্গি মাসুদ ভারতে হওয়া একাধিক জঙ্গি হামলার পিছনের মূল চক্রী হিসেবে কাজ করেছে। ২০০১ সালের সংসদে হামলা, ২০০৩ সালের নাগরোটা সেনা শিবিরে হামলা, ২০১৯ সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রী ছিল। আর মাসুদের হয়েই কাজ করত তার ভাই রউফ। বিগত কয়েক দশক ধরেই ভারতীয় গোয়েন্দা বাহিনী রউফকে খতম করার সুযোগের অপেক্ষায় ছিল। অবশেষে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে রউফের মৃত্যু ভারতীয় সেনার এক বিরাট সাফল্য বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন:- উচ্চমাধ্যমিক রেজাল্ট রিভিউ ও স্ক্রুটিনি কীভাবে করবেন ? জেনে নিন
প্রসঙ্গত, পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি মিসাইল হামলায় গুঁড়িয়ে দিয়েছে ভারত। সেগুলির মধ্যে রয়েছে পাকিস্তানের বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের মূল ঘাঁটি এবং মুরিদকেতে লস্কর-ই-তৈবার মূল ঘাঁটি। আর জইশের মূল ঘাঁটিতে হামলায় প্রাণ হারিয়েছে মাসুদের পরিবারের ১০ জন। আর সেই তালিকাতে রয়েছে মাসুদের ভাই রউফের নামও।