ঘোষিত নতুন পোপের নাম ! জানুন কে হলেন ফ্রান্সিসের উত্তরসূরী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : প্রতীক্ষার অবসান। ঘোষিত নতুন পোপের নাম। মার্কিন কার্ডিনালদের মধ্যে নির্বাচিত হলেন রবার্ট প্রিভোস্ট। প্রথম মার্কিন নাগরিক হিসেবে পোপ হওয়ার নজির গড়লেন তিনি।

আরও পড়ুন : ভারতের S-400 VS পাকিস্তানের HQ-9 ডিফেন্স সিস্টেম, কে কতটা এগিয়ে ? জানুন

ভ্যাটিক্যান সিটির সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া ওড়ার অর্থই হল পোপ নির্বাচনের প্রক্রিয়া শেষ। যার খানিক পরই চতুর্দশ লিও হিসেবে রবার্ট প্রিভোস্টের নাম ঘোষণা করা হয়। কার্ডিনাল পোপ ফ্রান্সিসের উত্তরসূরি শিকাগোর নাগরিক। ৬৯ বছর বয়সি রবার্ট প্রিভোস্ট জীবনের বেশিটা সময় পেরুর মিশনারিতে কাটিয়েছেন। ২০২৩ সালে তিনি কার্ডিনাল হন। এবার পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে নির্বাচিত হলেন মীতভাষী রবার্ট।

গত ২১ এপ্রিল পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর পরবর্তী পোপ বাছতে চূড়ান্ত গোপনীয়তায় বুধবার ভ্যাটিকানে চলে নির্বাচন পর্ব। মঙ্গলবারই সেখানে পৌঁছে গিয়েছিলেন নির্বাচন পর্বে অংশগ্রহণকারী ১৩৩ জন কার্ডিনাল। ভোটপর্ব সম্পন্ন হয়ে নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত গোটা ভ্যাটিকান সিটিতে মোবাইল নেটওয়ার্ক বন্ধ ছিল যাতে ক্যাথলিক সমাজের এই গুরুত্বপূর্ণ খবর প্রকাশ্যে না আসে। এবং খানিকটা অবাক করেই ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে ঘোষিত হয় নতুন পোপের নাম।

আরও পড়ুন : ফের ব্ল্যাকআউট, বাজল সাইরেন, বিস্ফোরণের শব্দ ! কুপওয়ারায় গোলাবর্ষণ

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন