Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পাকিস্তানকে কড়া হাতে দমন করছে ভারত। সীমান্তে আবারও অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। সাম্বায় অনুপ্রবেশ রুখতে ৭ জন জঙ্গিকে খতম করেছে বিএসএফ। মনে করা হচ্ছে, নিহত ওই জঙ্গিরা জইশের সঙ্গে যুক্ত।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা হিসাবে গত বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে মোট ৯টি জায়গায় অপারেশন সিঁদুর অভিযান করে জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তার পাল্টা হিসাবে গত রাতে ভারতের সীমান্ত ঘেঁষা একাধিক শহরে ড্রোন হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। তবে তা কড়া হাতে প্রতিহত করে ভারত। গতরাতে ভারতের একাধিক শহরে ব্ল্যাকআউট করা হয়। বৃহস্পতিবার রাতে জম্মুর পাশাপাশি রাজস্থান, পঞ্জাবের একাংশেও ড্রোন হামলা চালায় পাকিস্তান। তবে তা কড়া হাতে মোকাবিলা করে ভারত। পাল্টা লাহোরে ড্রোন হামলা করে ভারত।
আরও পড়ুন:- যুদ্ধকালীন পরিস্থিতিতে কালোবাজারি বরদাস্ত করবো না, কি ব্যবস্থা নিচ্ছেন মুখ্যমন্ত্রী ? জানুন
শুক্রবার সকালেও দেশের বিভিন্ন শহরে নিরাপত্তা দোরদার করা হয়েছে। দেশের বিভিন্ন সীমান্তে কড়া নজরদারি চালানো হচ্ছে। গতকালই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, অপারেশন সিঁদুর অভিযান শেষ হয়নি। এখনও চলছে এই অভিযান। একইসঙ্গে রাজনাথ মনে করিয়ে দিয়েছেন যে, ভারত সংঘাতের পক্ষে নয়। তবে হামলা হলে তার যোগ্য জবাব দেওয়া হবে। গতকালই লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে ভারতের ক্ষেপণাস্ত্র। কিন্তু তার পরেও দিশাহারা হয়ে একের পর এক হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান।
ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দেশের বিভিন্ন পর্যটনস্থলগুলি নিরাপত্তার বজ্রআঁটুনিতে মুড়ে ফেলা হয়েছে। কড়া নিরাপত্তা জারি করা হয়েছে মুম্বইয়ের সমুদ্র সৈকত সংলগ্ন এলাকাগুলিতেও।
আরও পড়ুন:- এই তেল দিয়ে মালিশ করুন শিশুকে ! হাড় মজবুত ছাড়াও স্বাস্থ্যেরও উন্নতি হবে