Bangla News Dunia, দীনেশ :- এয়ার স্ট্রাইকের পাশাপাশি শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ‘ওয়াটার স্ট্রাইক’। সিন্ধু জলচুক্তি আগেই স্থগিত করেছে ভারত। পাকিস্তানকে সবক শেখাতে এবার খুলে দেওয়া হল চন্দ্রভাগা নদীর বাঁধ। খুলে দেওয়া হয়েছে চারটি লক গেট। হু হু করে জল ঢুকছে পাকিস্তানে। পাকিস্তান প্রান্তে ইতিমধ্যেই কয়েকগুন জলস্তর বেড়ে গিয়েছে চন্দ্রভাগার। বন্যার আশঙ্কায় পাকিস্তানের হাজার হাজার পরিবার।
আরও পড়ুন:- যুদ্ধকালীন পরিস্থিতিতে কালোবাজারি বরদাস্ত করবো না, কি ব্যবস্থা নিচ্ছেন মুখ্যমন্ত্রী ? জানুন
যুদ্ধ পরিস্থিতিতে ভারতের মিশাইল হানায় লন্ডভন্ড পাকিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ শহর। আকাশ, জল ও স্থলপথে পাকিস্তানের উপর হামলা চালিয়ে যাচ্ছে ভারত। এবার আরেক পথেও পাকিস্তানকে সবক শেখাল ভারত। পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাত হিসাবেই প্রথমে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছিল ভারত সরকার। বন্ধ হয়ে গিয়েছিল সিন্ধু ও উপনদী চন্দ্রভাগা, ঝিলমের জল। পাকিস্তানের রাতারাতি শুকিয়ে মরার মতো অবস্থা হয়, কারণ এই নদীগুলির উপরই নির্ভরশীল পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিকাজ। সিন্ধুর জল না ছাড়লে ভারতীয়দের রক্ত বইয়ে দেওয়ার হুমকি দিয়েছিল পাকিস্তানের নেতা-মন্ত্রীরা। ভারত কী করতে পারে, এবার সিন্ধুর জল দিয়েই তা বুঝিয়ে দিল। যুদ্ধ আবহেই আজ খুলে দেওয়া হল চন্দ্রভাগা বাঁধ। রামবানে সালাল বাঁধের চারটি গেট খুলে দেওয়া হয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ ছিল এই লকগেট। সেই লকগেটগুলো খোলার কিছুক্ষণের মধ্যেই কয়েকগুন বেড়ে যায় চন্দ্রভাগার জল। যেকোনও মুহূর্তেই ভেসে যেতে পারে পাকিস্তানের সিয়ালকোট। এই আশঙ্কায় সেখানকার শয়ে শয়ে মানুষ নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে।
আরও পড়ুন:- এই তেল দিয়ে মালিশ করুন শিশুকে ! হাড় মজবুত ছাড়াও স্বাস্থ্যেরও উন্নতি হবে