Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গরমে স্বস্তি পেতে চাইলে এখনই সময় Amazon Great Summer Sale থেকে নিজের পছন্দের একটি Portable Air Cooler কিনে নেওয়ার। এই সেলে মাত্র 5000 টাকা থেকে শুরু হচ্ছে দামের পরিসর, যেখানে রয়েছে দেদার ছাড় ও আকর্ষণীয় অফার। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ব্র্যান্ডের কুলার রয়েছে ছাড়ে এবং কেন এখনই কিনে নেওয়া উচিত। Symphony, Bajaj, Crompton সেরা ব্র্যান্ড গুলোর উপর দারুণ ছাড় পাওয়া যাচ্ছে এই সেলে।
কম দামে Air Cooler কিনে নিন
- Symphony – কম পাওয়ার খরচ, স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী কুলিং।
- Bajaj – বাজেট ফ্রেন্ডলি কুলার যারা দীর্ঘস্থায়ী এবং ভালো পারফরম্যান্স দেয়।
- Crompton – আধুনিক প্রযুক্তিতে তৈরি, দ্রুত ঠাণ্ডা করে ও ইজি টু মেইন টেইন।
- এই সব কুলার এখন ১০% থেকে শুরু করে ৪০% পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে।
কেন Amazon থেকে Portable Air Cooler কেনা বুদ্ধিমানের কাজ?
- বিশেষ ব্যাংক অফার – নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ডে ১০% ইন্সট্যান্ট ডিসকাউন্ট
- নো কস্ট EMI – EMI সুবিধায় বাড়তি কোনো সুদ ছাড়াই পেমেন্টের সুবিধা
- Free Delivery – অধিকাংশ প্রোডাক্টে বিনামূল্যে হোম ডেলিভারি
- এই সুবিধা গুলি ছাড়াও Amazon এর রিটার্ন পলিসি ও কাস্টমার সার্ভিসও এক্সেলেন্ট।
কী দেখে এয়ার কুলার কিনবেন?
ট্যাঙ্ক ক্যাপাসিটি – ২০ লিটারের নিচে হলে ছোট রুমের জন্য, ৩০ – ৫০ লিটার হলে বড় রুমের জন্য আদর্শ, এয়ার থ্রো দূরত্ব – যাদের রুম বড় বা অনেক জন থাকেন, তাদের জন্য বেশি দূরত্বের এয়ার থ্রো দরকার, কনজাম্পশন – বেশি পাওয়ার খরচ করে এমন কুলার এড়িয়ে চলুন। 130 W – 200 W এর মধ্যে হলে ভালো, পোর্টেবিলিটি – হুইল বা হ্যান্ডেল থাকলে কুলার সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায়।
আরও পড়ুন:- যুদ্ধকালীন পরিস্থিতিতে কালোবাজারি বরদাস্ত করবো না, কি ব্যবস্থা নিচ্ছেন মুখ্যমন্ত্রী ? জানুন
৫০০০ টাকায় যেই সব Air Cooler এখনই পাওয়া যাচ্ছে
Symphony Diet 12 T Personal Tower Air Cooler – মাত্র 4999, 12 L ট্যাঙ্ক, কম শক্তি খরচ, Bajaj PMH 25 DLX 24L Personal Air Cooler – 5499, Ice Chamber সহ, Crompton Ginie Neo 10 L Personal Air Cooler – 4699, ছোট ঘরের জন্য পারফেক্ট, এই ডিল গুলি দ্রুত শেষ হয়ে যেতে পারে, তাই দেরি না করে এখনই অর্ডার করুন। যারা এসি নিতে চান না বা বাজেট সীমিত, তাদের জন্য কুলার একটি দারুণ বিকল্প।
এই গুলি পরিবেশ বান্ধব, বিদ্যুৎ খরচ কম এবং মেইনটেনেন্স সহজ। এছাড়া Amazon এর দারুণ অফার আপনার বাজেটের মধ্যে সেরা কুলারটি পেতে সাহায্য করবে। এই গরমে আর কষ্ট না করে Amazon Great Summer Sale থেকেই নিজের পছন্দের Air Cooler অর্ডার করুন। মাত্র 5000 টাকায় শুরু হচ্ছে দামের পরিসর, সাথে থাকছে অতুলনীয় অফার ও ছাড়। যতদিন সেল চলছে, ততদিনই এই সুযোগ তাই আজই অর্ডার করে নিন।
আরও পড়ুন:- এই তেল দিয়ে মালিশ করুন শিশুকে ! হাড় মজবুত ছাড়াও স্বাস্থ্যেরও উন্নতি হবে