অপারেশন সিঁদুর ২.০, ঐক্য বার্তায় সায় বিরোধীদের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ‘পিকচার আভি বাকি হ্যায়।’ প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেছিলেন বুধবার। একধাপ এগিয়ে বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানালেন, ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) শেষ হয়নি। পাকিস্তান আক্রমণ করলে ভারত সমুচিত জবাব দেবে। তাঁর সভাপতিত্বে বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদল বৈঠকে পাকিস্তানকে প্রত্যাঘাতের বিস্তারিত জানানো হয়।

আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে গোলাবর্ষণ, পালটা পাকিস্তানের চারটি এয়ারবেস ধ্বংস করল ভারত

পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে মঙ্গলবার রাতে জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করে দিয়েছিল ভারত। সেই হামলায় ১০০-রও বেশি সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে বলে সর্বদল বৈঠকে দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী। সর্বদলীয় বৈঠকের পাশাপাশি বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ ঘটনা শুধু পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহত নয়, পালটা আক্রমণে পড়শি দেশের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে দেওয়া। এতে আরও চাপে পড়ল পাকিস্তান।

এই পরিস্থিতিতে সেনার সঙ্গে কেন্দ্রীয় সরকারের পাশে থাকতে একযোগে বার্তা দিয়েছে সব বিরোধী দল। যদিও বিরোধীদের দাবি সত্ত্বেও পাক-ভারত সংঘাতের আবহে দ্বিতীয় সর্বদল বৈঠকেও হাজির হননি প্রধানমন্ত্রী। এতে বিরোধীরা প্রশ্ন তুলেছে বটে, তবে দেশের এই সংকটকালে সমস্ত বিরোধীকে একজোট থাকার বার্তা দিয়েছেন তিনি। এক বার্তায় তিনি বলেন, প্রত্যেক ভারতীয় নাগরিকের ঐক্যবদ্ধ থাকা উচিত।

সরকারের এই বার্তায় সাড়া দিয়েছে বিরোধী শিবির। বিরোধী দলনেতা রাহুল গান্ধি বলেন, ‘আজকের বৈঠকে কেন্দ্রীয় সরকারের বক্তব্য আমরা শুনেছি। কিছু ব্যাপার আছে, যা বৈঠকের বাইরে আলোচনা করা যায় না। আমরা আগে যা বলেছি, এখনও তাই বলছি- আমরা সরকারের সঙ্গেই আছি।’ সংসদের লাইব্রেরি ভবনে কেন্দ্রের ডাকে ওই সর্বদলীয় বৈঠক বসে।

নরেন্দ্র মোদি না থাকলেও সরকারের তরফে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, বিদেশমন্ত্রী এস জয়শংকর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় রসায়ন ও সারমন্ত্রী জেপি নাড্ডা। রাহুল-খাড়গে ছাড়া বৈঠকে ছিলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডিএমকের টিআর বালু, সপা নেতা রামগোপাল যাদব, এআইমিম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি, সিপিএমের জন ব্রিটাস, আপের সঞ্জয় সিং প্রমুখ।

বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘গোটা দেশ আমাদের পাশে দাঁড়িয়েছে।’ রাজনাথকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘আমরা শুধু সরকার গঠনের জন্য রাজনীতি করি না। দেশ গঠনের জন্যও রাজনীতি করি।’ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘কেন্দ্রের যা বলার ছিল, তাই বলেছে। আমরা সরকারের সঙ্গে আছি জানিয়ে দিয়েছি।’

আরো পড়ুন : গর্বে বুক ভরে যাবে INS বিক্রান্তের সক্ষমতার কথায়, সমুদ্রের অতন্দ্র প্রহরী – অতীত ও বর্তমান

আরো পড়ুন : পরমাণু হামলায় কীরকম ক্ষতির সম্ভাবনা? জানুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন