Bangla News Dunia, দীনেশ : ভারত-পাক যুদ্ধ আবহে (India-Pakistan Tension) কাশ্মীরের রাজৌরিতে অসামরিক এলাকায় পাক গোলাবর্ষণে জম্মু-কাশ্মীর (J&K) সরকারের আধিকারিক রাজকুমার থাপার মৃত্যু হয়েছে। গোর্খা আধিকারিকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)।
আরো পড়ুন : গর্বে বুক ভরে যাবে INS বিক্রান্তের সক্ষমতার কথায়, সমুদ্রের অতন্দ্র প্রহরী – অতীত ও বর্তমান
শনিবার এক্স হ্যান্ডেলে তিনি জানান, ‘রাজৌরি থেকে ভয়ানক খবর পাচ্ছি, আমাদের জম্মু-কাশ্মীর সরকারের এক গুরুত্বপূর্ণ আধিকারিককে হারাতে হয়েছে। তিনি গতকাল উপ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন এবং আমার সভাপতিত্বে অনলাইন বৈঠকেও উপস্থিত ছিলেন। আজ রাজৌরিতে পাকিস্তানের তরফে গোলাবর্ষণ করা হয়। তাতেই জখম হন ওই আধিকারিক। পরে মৃত্যু হয় তাঁর। তিনি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার পদে কর্মরত ছিলেন। এই ঘটনায় শোকপ্রকাশ করার ভাষা আমার নেই।’
আরো পড়ুন : পরমাণু হামলায় কীরকম ক্ষতির সম্ভাবনা? জানুন
অসামরিক এলাকায় পাক গোলাবর্ষণের শিকার এই গোর্খা আধিকারিকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন দার্জিলিংয়ের সংসদ রাজু বিস্টও (Raju Bista)। তিনি জানান, ‘রাজৌরিতে রাজকুমার থাপার বাড়িতে পাকিস্তানি গোলা আঘাত করায় তাঁর মৃত্যু হয়েছে। প্রত্যেকটি জীবনের জন্য পাকিস্তানকে তার মূল্য চোকাতে হবে। রাজকুমার থাপার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই দুঃখের সময় গোটা ভারতবর্ষের মানুষ তাঁদের সঙ্গে রয়েছে।’
আরও পড়ুন : ভারত-পাকিস্তান সংঘাত আরও বাড়লে কী করবে আমেরিকা ? জানতে বিস্তারিত পড়ুন