উচ্চমাধ্যমিকের খাতা RTI করে কীভাবে দেখবেন – সম্পূর্ণ গাইড

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : উচ্চমাধ্যমিক পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। অনেক সময় নিজেদের প্রাপ্ত নম্বর নিয়ে পরীক্ষার্থীদের মনে সংশয় তৈরি হয়। এই পরিস্থিতিতে তথ্য জানার অধিকার আইন, ২০০৫ (RTI Act, 2005) ছাত্রছাত্রীদের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে। এই আইনের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের উত্তরপত্রের ফটোকপি বা সার্টিফায়েড কপি পাওয়ার জন্য আবেদন করতে পারেন এবং মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেন। আসুন, এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরও পড়ুন : গরমে স্বস্তির নিঃশ্বাস ‘মিস্ট গার্ডেন’, শহরে কোথায় রয়েছে এই বাগান? জেনে নিন

তথ্য জানার অধিকার (RTI) কী?

তথ্য জানার অধিকার আইন, ২০০৫ ভারতীয় নাগরিকদের সরকারি বা সরকার পোষিত সংস্থা থেকে বিভিন্ন তথ্য পাওয়ার অধিকার দেয়। শিক্ষা পর্ষদগুলিও এই আইনের আওতায় পড়ে। তাই, উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র এই আইনের মাধ্যমেই দেখা সম্ভব। এই আইনের মাধ্যমে ২০২৫ সালের পরীক্ষার্থীরাও তাদের উত্তরপত্রের ফটোকপি পেতে পারবেন।

কারা এবং কখন আবেদন করতে পারবেন?

যেকোনো পরীক্ষার্থী তাদের উত্তরপত্র দেখার জন্য RTI করতে পারেন। সাধারণত, পরীক্ষার ফলাফল প্রকাশের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই আবেদন করতে হয়। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) নিয়ম অনুযায়ী, ফলাফল প্রকাশের ৭৫ দিনের মধ্যে আবেদন করা যায়। এই বিষয়ে সংসদের সর্বশেষ বিজ্ঞপ্তি দেখে নেওয়া জরুরি। মনে রাখবেন, আপনি যদি ইতিমধ্যে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (PPS) বা পোস্ট পাবলিকেশন রিভিউ (PPR)-এর জন্য আবেদন করে থাকেন, তবে তার চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত RTI আবেদন করা উচিত নয়।

আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে গোলাবর্ষণ, পালটা পাকিস্তানের চারটি এয়ারবেস ধ্বংস করল ভারত

আরো পড়ুন : গর্বে বুক ভরে যাবে INS বিক্রান্তের সক্ষমতার কথায়, সমুদ্রের অতন্দ্র প্রহরী – অতীত ও বর্তমান

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন