বৈশাখে চড়ছে পারদ, 42 ডিগ্রির মাঝেই আজ ঝড়-বৃষ্টি। কোন জেলা আছে তালিকায় দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বৃষ্টিবিহীন বৈশাখী দিনে চাতক দশা জনগণের। এই গরম থেকে কবে রেহাই পাবে তারই খোঁজে বাংলা । আজ (শনিবার) থেকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি। আর্দ্রতাজনিত গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও প্রবলভাবে শুরু হবে। তবে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 39 ও 29 ডিগ্রির আশেপাশে থাকবে।

উত্তরে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । আজ থেকে আগামী সোমবারের মধ্যে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের।

দক্ষিণবঙ্গে তপ্ত আবহাওয়া ও বৃষ্টি পরিস্থিতি :-

আরও পড়ুন:- পাকিস্তানের এই দুঃসময়ে হাত ছাড়ল ‘পরম বন্ধু’, জানতে বিস্তারিত পড়ুন

  • কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রিতে পৌঁছতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। যার অর্থ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি । ইতিমধ্যে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম আবহাওয়া দক্ষিণবঙ্গের সব জেলাতে অনুভূত হচ্ছে। আগামী পরশু সোমবার পর্যন্ত তাপপ্রবাহ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়।
  • আজ এবং আগামিকাল অর্থাৎ শনি ও রবিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্বের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ও ঝোড়ো বাতাস বইবে।
  • আজ উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। রবিবার দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে তপ্ত আবহাওয়া ও বৃষ্টি পরিস্থিতি :-

  • উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বিশেষ করে নীচের 3টি জেলা অর্থাৎ দুই দিনাজপুর এবং মালদায় পারদ চড়ছে। সেখানে শুষ্ক আবহাওয়া। আগামিকালের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়।
  • রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ৷ আগামিকাল দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে।

শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 92 শতাংশ ও সর্বনিম্ন 36 শতাংশ।

আরও পড়ুন:- দেশের সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক কমান্ডো কারা ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন