একবার চার্জ, সারাদিন হাওয়া! গরমে VIRAL এই হ্যান্ডফ্যান, দাম কত-কোথায় পাবেন? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল মানেই ভাপসা গরম আর হঠাৎ হঠাৎ বৃষ্টি। একটু স্বস্তি দিতে পারে পোর্টেবল ইলেকট্রিক হ্যান্ডফ্যান। তবে এই গ্যাজেট কেনার আগে কিছু বিষয় জেনে রাখা খুবই প্রয়োজন।

এখনকার হ্যান্ডফ্যানগুলো অধিকাংশই রিচার্জেবল। ফোনের চার্জার, পাওয়ার ব্যাংক বা ল্যাপটপের ইউএসবি পোর্ট দিয়েও চার্জ দেওয়া যায়। ভালো ব্যাটারির ক্ষেত্রে একবার চার্জে চলে ২ থেকে ৩ ঘণ্টা—কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি সময়ও মিলতে পারে।

রাস্তায় বেরিয়ে কিংবা লোকাল ট্রেন-বাসে ওঠার সময় বড় ফ্যান বিরক্তিকর হতে পারে। তাই ছোট, হালকা ও ব্যাগে ঢুকিয়ে নেওয়া যায় এমন হ্যান্ডফ্যানই বেছে নেওয়া ভালো। 

বাজারে এখন ১০ সেন্টিমিটার থেকে শুরু করে ১০ ইঞ্চি পর্যন্ত সাইজের ফ্যান মিলছে।

এখনকার হ্যান্ডফ্যান শুধু তাপ থেকে রক্ষা করে না, ফ্যাশনেরও অঙ্গ হয়ে উঠেছে। 

হ্যালো কিটি, সিনামোরোল, মাই মেলোডি প্রভৃতি বিদেশি কার্টুন থিমে তৈরি ডিজাইনগুলো অনেকেই পছন্দ করেন।হালকা রঙের ও আকর্ষণীয় ডিজাইনের ফ্যান অনেকের স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠছে।

সাধারণ ফ্যানের দাম শুরু ৯০০–১,০০০ টাকা থেকে। থিমযুক্ত বা ডিজিটাল স্ক্রিনওয়ালা মডেলের দাম ১,৯৯৯ টাকা বা তারও বেশি হতে পারে।

আরও পড়ুন:- দেশের সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক কমান্ডো কারা ? জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন