Bangla News Dunia, দীনেশ : মা ও ছেলে যে একইদিনে তাঁদের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে পারেন তা কল্পনা করা মুশকিল। কারণ অবশ্যই তাঁদের বয়সের দূরত্ব। সেই সঙ্গে পড়াশোনার ধারাবাহিকতার প্রশ্নও সেখানে এসেই পড়ে। কিন্তু বিশ্বে কোনও কিছুই অসম্ভব নয়। সেটাই দেখা গেল।
ছেলে স্নাতক হওয়ার পর ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত থাকতে পছন্দের বিষয় বেছে নিয়েছিলেন এমএ করার জন্য। লিবারাল আর্টস নিয়ে তিনি পড়াশোনা করে স্নাতকোত্তর পাশ করেন। তিনি পড়াশোনার ধারাবাহিক গতির সঙ্গেই চলে এই ডিগ্রি অর্জন করেন।
আরো পড়ুন : গর্বে বুক ভরে যাবে INS বিক্রান্তের সক্ষমতার কথায়, সমুদ্রের অতন্দ্র প্রহরী – অতীত ও বর্তমান
কিন্তু তাঁর মা ব্র্যান্ডি ফিল্ডস দেখিয়ে দিলেন পড়াশোনার সঙ্গে বিচ্ছেদের পরও ইচ্ছা থাকলে ফিরে আসা যায়। পড়াশোনা করা যায়। ডিগ্রিও অর্জন করা যায়। অবশ্যই সংসার সামলে আচমকা নতুন করে পড়াশোনা শুরু করাটা তাঁর জন্য একটা চ্যালেঞ্জ তো ছিলই।
আরও পড়ুন:- দেশের সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক কমান্ডো কারা ? জেনে নিন
তবে তিনি পিছিয়ে আসেননি। বরং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করে এমএ ডিগ্রি অর্জন করে নিলেন তাঁরই ছেলের বিশ্ববিদ্যালয় থেকে।
আরো পড়ুন : পরমাণু হামলায় কীরকম ক্ষতির সম্ভাবনা? জানুন
মা ও ছেলে একইসঙ্গে এমএ পড়া শুরু করেন ওই বিশ্ববিদ্যালয়ে। একই সঙ্গে পাশ করে স্টেজে একই দিনে উঠলেন স্নাতকোত্তর ডিগ্রি হাতে তুলে নিতে। অবশ্যই ২ জনের জন্যই দিনটি ছিল আবেগপ্রবণ এবং চিরদিন স্মৃতির মণিকোঠায় সাজিয়ে রাখার মত।
২ জনে এমএ ডিগ্রি অর্জন করে সেই বিশেষ পোশাকে ছবিও তোলেন। আমেরিকার বাসিন্দা মা ও ছেলে টেক্সাস ক্রিস্টিয়ান বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি অর্জন করলেন।
আরও পড়ুন : ভারত-পাকিস্তান সংঘাত আরও বাড়লে কী করবে আমেরিকা ? জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:- পাকিস্তানের এই দুঃসময়ে হাত ছাড়ল ‘পরম বন্ধু’, জানতে বিস্তারিত পড়ুন
]