Bangla News Dunia, দীনেশ : ভারত-পাক উত্তেজনার আবহে শনিবার সকালে শ্রীনগরের ডাল লেকে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্রের মতো বস্তু, এমনই দাবি করা হয়েছে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে। স্থানীয়রা জানিয়েছেন, প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পুলিশ জানিয়েছে, বস্তুটি হ্রদে আছড়ে পড়ার সময় ধোঁয়া বের হচ্ছিল। অন্যদিকে, শহরের উপকণ্ঠে লাসজান থেকে আরেকটি সন্দেহভাজন বস্তু উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সেটির ধ্বংসাবশেষ বিশ্লেষণ করা হচ্ছে।
আরো পড়ুন : পরমাণু হামলায় কীরকম ক্ষতির সম্ভাবনা? জানুন
আরও পড়ুন:- পাকিস্তানের এই দুঃসময়ে হাত ছাড়ল ‘পরম বন্ধু’, জানতে বিস্তারিত পড়ুন
শুক্রবার রাতে পাকিস্তান সীমান্তের বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ করেছে। শনিবার কাকভোর থেকে ‘হেভি শেলিং’ শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে। পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে রাজৌরির উচ্চপদস্থ সরকারি আধিকারিক সহ তিনজনের। পালটা হিসেবে পাকিস্তানের একাধিক বিমানঘাঁটি, অস্ত্রাগার, কমান্ড সেন্টার প্রত্যাঘাত করেছে ভারত। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা রুখতে প্রস্তুত রয়েছে ভারতের এস-৪০০ ট্রায়াম্ফ, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম।
আরও পড়ুন : ভারত-পাকিস্তান সংঘাত আরও বাড়লে কী করবে আমেরিকা ? জানতে বিস্তারিত পড়ুন