মে মাসেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ! বড় ঘোষণা নবান্নের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে এবার বাংলার প্রান্তিক মানুষের স্বপ্নের বাড়ি গড়ে উঠতে চলেছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে মে মাসেই দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেবে বলে জানিয়েছে।

এই প্রকল্প শুধুমাত্র আবাসন প্রকল্প নয়। বরং গরিব মানুষের সবথেকে বড় ভরসার জায়গা। যাদের মাথার উপর ছাদ নেই, তাদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের এই বিরাট পদক্ষেপ।

আরও পড়ুন : গরমে স্বস্তির নিঃশ্বাস ‘মিস্ট গার্ডেন’, শহরে কোথায় রয়েছে এই বাগান? জেনে নিন

দ্বিতীয় কিস্তির টাকা কবে আসছে, কারা পাবেন?

প্রসঙ্গত বলে রাখি, ২০২৪ সালের ডিসেম্বর মাসে যারা প্রথম কিস্তি হিসেবে ৬০,০০০ টাকা পেয়েছিলেন, তাদের মধ্যে প্রায় ৮ লক্ষ উপভোক্তা ইতিমধ্যেই বাড়ি নির্মাণের কাজ লিন্টাল পর্যন্ত শেষ করে ফেলেছেন। আর সরকার এই সমস্ত উপভোক্তার কাজের মান পরিদর্শন করে সন্তুষ্ট হওয়ায় তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করেছেন। 

রাজ্যের অর্থ দপ্তর এবং পঞ্চায়েত দপ্তরের মধ্যে এপ্রিল মাসে একটি বৈঠক হয়েছে, যেখানে অর্থ ছাড়ের কাজ শুরু করা হয়েছে। এমনকি প্রশাসনের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, মে মাসের মধ্যে গ্রাহকদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে যাবে।

কেন এই প্রকল্প গুরুত্বপূর্ণ?

বাংলার বাড়ি কোনও সাধারণ প্রকল্প নয়। বরং এটি রাজ্য সরকারের প্রতিশ্রুতি, যাতে ঘরহীন মানুষরা নিজের স্থায়ী ঘর পায়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অর্থ বন্ধ করে দেওয়ার পর রাজ্য নিজেই নিজের টাকা দিয়ে চালু করেছিল এই প্রকল্প। এমনকি প্রত্যেক উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় ১ লক্ষ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়।

আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে গোলাবর্ষণ, পালটা পাকিস্তানের চারটি এয়ারবেস ধ্বংস করল ভারত

আরো পড়ুন : গর্বে বুক ভরে যাবে INS বিক্রান্তের সক্ষমতার কথায়, সমুদ্রের অতন্দ্র প্রহরী – অতীত ও বর্তমান

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন