Bangla News Dunia, দীনেশ : শনিবার যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। এই আবহেই এবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) নিহত বিতান অধিকারীর (Bitan Adhikari) স্ত্রী সোহিনী রায়কে ভারতীয় নাগরিকত্ব (Indian citizeship) প্রদান করল কেন্দ্র। শনিবার একথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
আরো পড়ুন : পরমাণু হামলায় কীরকম ক্ষতির সম্ভাবনা? জানুন
আরও পড়ুন:- পাকিস্তানের এই দুঃসময়ে হাত ছাড়ল ‘পরম বন্ধু’, জানতে বিস্তারিত পড়ুন
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, ‘বিতানবাবু, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার যার মৃত্যু হয়েছিল, তাঁর স্ত্রী সোহিনী রায়কে ভারত সরকার নাগরিকত্ব দিয়েছে। বিবাহসূত্রে অনেক আগেই তিনি এদেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে। ভারত সরকারকে আমি ধন্যবাদ জানাই।’ তিনি আরও বলে, ‘বিতানবাবু স্ত্রীর মাথার সিঁদুর দেখে, তাঁর ধর্ম জেনে বিতানবাবুকে খুন করা হয়েছিল। ভারত সরকার তাঁকে নাগরিকত্ব দিয়ে নতুন জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছে।’ সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ পর্যটক। যাঁদের মধ্যে ছিলেন কলকাতার পাটুলির বাসিন্দা বিতান অধিকারী। কর্মসূত্রে আমেরিকায় থাকা বিতান তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। কলকাতায় ফিরে আসার পরই সদ্য স্বামীহারা সোহিনী দাবি করেছিলেন, তাঁর কপালের সিঁদুর ও স্বামী হিন্দু বলেই খুন করেছে এই জঙ্গিরা। এদিকে, সোহিনী বাংলাদেশের নাগরিক বলে অভিযোগ করেছিলেন প্রয়াত বিতানের দাদা বিভূ অধিকারী। এমনকি তিনি দাবি করেছিলেন, পরিচয় গোপন করে তাঁর ভাই, পেশায় আইটিকর্মী বিতানকে বিয়ে করেছিলেন সোহিনী। ভারতীয় পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পরও সোহিনী এদেশে রয়েছেন বলে অভিযোগ করা হয়। যদিও অভিযোগ প্রসঙ্গে কোনও জবাবই দেননি সোহিনী। অবশেষে এদিন ভারতের নাগরিকত্ব পেলেন তিনি।
আরও পড়ুন : ভারত-পাকিস্তান সংঘাত আরও বাড়লে কী করবে আমেরিকা ? জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:- দেশের সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক কমান্ডো কারা ? জেনে নিন