দিল্লিতে ডোভাল-রাজনাথ-তিন সেনাপ্রধানদের সঙ্গে বৈঠক মোদির, বড় পদক্ষেপের পথে ভারত ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহে শনিবার উচ্চপর্যায়ের বৈঠক (Meeting) করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এদিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠকে যোগ দিয়েছিলেন তিন সেনাবাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Union Defence Minister Rajnath Singh), চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (NSA Ajit Doval) এবং অন্যান্য শীর্ষ আধিকারিকরাও।

আরও পড়ুন : ভারত ও পাকিস্তানের পরমাণু নীতি কী ? পরমাণু হামলা কখন করা যায়? ? জানা জরুরি

শনিবার কাকভোর থেকে ‘হেভি শেলিং’ চলেছে জম্মু ও কাশ্মীরের (J&K) বিস্তীর্ণ অংশে। ভারতের সেনাঘাঁটিগুলিকে নিশানা করেছে পাক সেনা। আদমপুর, উধমপুর, ভাটিন্ডার মতো কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীনগর, অবন্তিপুর, উধমপুরে চিকিৎসাকেন্দ্র, স্কুলগুলিকে নিশানা করেছে পাকিস্তানি সেনা। হাইস্পিড মিসাইল ছোড়া হয়েছে। আকাশপথে অস্ত্রবাহী ড্রোন, ক্ষেপণাস্ত্র, এমনকি যুদ্ধবিমানে নিয়ে ২৬ এলাকায় হামলা চালানো হয়েছে। পালটা পাকিস্তানের একাধিক বিমানঘাঁটি, অস্ত্রাগার, কমান্ড সেন্টার ধ্বংস করেছে ভারত।

এদিন ভারতের বিদেশমন্ত্রক ও ভারতীয় সেনার যৌথ সাংবাদিক সম্মেলনে বলা হয়, ‘দেখা গিয়েছে, পাকিস্তান সেনা তাঁদের সৈন্যদের সামনের দিকে এগিয়ে আনছে। এতে তাদের আক্রমণাত্মক অভিপ্রায় প্রকাশ পাচ্ছে।’

আরও পড়ুন : গরমে স্বস্তির নিঃশ্বাস ‘মিস্ট গার্ডেন’, শহরে কোথায় রয়েছে এই বাগান? জেনে নিন

আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে গোলাবর্ষণ, পালটা পাকিস্তানের চারটি এয়ারবেস ধ্বংস করল ভারত

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন