Bangla News Dunia , Pallab : ভারত-পাক সংঘর্ষবিরতির একদিন পরই ভারতীয় বায়ুসেনা (IAF) জানাল যে, এখনও জারি রয়েছে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। পাশাপাশি যাচাই না করে কোনও তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে দেশবাসীকে। রবিবার বায়ুসেনার তরফে এনিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে।
আরও পড়ুন : মোবাইলের মাধ্যমে ঘরে বসে ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করার পদ্ধতি জেনে নিন
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা। এই অভিযানের নাম দেওয়া দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। জঙ্গিদমনের উদ্দেশ্যে শুরু হওয়া এই অভিযান যে এখনও চলছে, তা স্পষ্ট করে বায়ুসেনার বিবৃতিতে লেখা হয়েছে, ‘ভারতীয় বায়ুসেনা অপারেশন সিঁদুর-এ নিজেদের নির্ধারিত কাজগুলি সফলভাবে নির্ভুলতা এবং পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করেছে।
জাতীয় উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে অভিযানগুলি বিচক্ষণভাবে পরিচালিত হয়েছিল।’ এরপরই বলা হয়, ‘এই অভিযান এখনও চলছে। যথাসময়ে সেই বিষয়ে একটি বিস্তারিত তথ্য দেওয়া হবে। জল্পনা এবং যাচাই না করা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে আইএএফ।’
আরও পড়ুন : ভারত ও পাকিস্তানের পরমাণু নীতি কী ? পরমাণু হামলা কখন করা যায়? ? জানা জরুরি