নজরে পাকিস্তান-চিন, উত্তেজনার আবহে লখনউয়ে ব্রহ্মোসের নয়া ইউনিটের উদ্বোধন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- সংঘর্ষবিরতির পরও নিয়ন্ত্রণ রেখায় গোলাবর্ষণ বন্ধ করেনি পাকিস্তান। উত্তেজনার আবহে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার লখনউয়ের প্রতিরক্ষা শিল্প করিডরে ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করলেন। ওই ইউনিটে বছরে ৮০-১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি হবে। এদিন রাজনাথ ভার্চুয়ালি ইউনিটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উৎপাদন কেন্দ্র নির্মাণে ৩০০ কোটি টাকা খরচ হয়েছে বলে খবর। ৮০ হেক্টর এলাকাজুড়ে তা গড়ে উঠেছে। কেন্দ্রটির শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:- মুখোমুখি না পেরে অন্য ‘শয়তানি’ পাকিস্তানের, বিস্তারিত জেনে নিন

ব্রহ্মোসের পাল্লা ২৯০-৪০০ কিলোমিটার এবং সর্বোচ্চ গতি ম্যাক ২.৮। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে নির্মিত এই ক্ষেপণাস্ত্র স্থল, জল বা আকাশ থেকে ছোড়া যেতে পারে। লখনউয়ে নতুন চালু হওয়া অ্যারোস্পেস ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং ফ্যাসিলিটি থেকে প্রতি বছর ৮০-১০০টি ব্রহ্মোস তৈরি হবে। পরবর্তী প্রজন্মের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩০০ কিমির বেশি এবং ওজন ১,২৯০ কেজি। বর্তমানে এর ওজন ২,৯০০ কেজি। প্রসঙ্গত, তামিলনাড়ুর পর দ্বিতীয় রাজ্য হিসেবে উত্তরপ্রদেশে প্রতিরক্ষা শিল্প করিডর গড়ে উঠেছে।

আরও পড়ুন:- কেন পাকিস্তানের মতো ধসে যায়নি ভারতের শেয়ার বাজার? কারণ জেনে নিন

আরও পড়ুন:- একবার চার্জ, সারাদিন হাওয়া! গরমে VIRAL এই হ্যান্ডফ্যান, দাম কত-কোথায় পাবেন? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন