Bangla News Dunia, Pallab : পাকিস্তান গুলি চালালে পালটা গোলায় জবাব দেবে ভারত। রবিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠকে এমনটাই স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সীমান্তে পাকিস্তান কোনও হামলা চালালে যাতে তার পালটা হামলায় জবাব দেওয়া হয় তা স্পষ্ট করে দিয়েছেন মোদি। এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত ওই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, বায়ুসেনা প্রধান এ পি সিং, নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
আরও পড়ুন : মোবাইলের মাধ্যমে ঘরে বসে ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করার পদ্ধতি জেনে নিন
গতকাল পাকিস্তানের আর্জিতে সাড়া দিয়ে সংঘর্ষবিরতিতে রাজি হয় ভারত। এই শান্তিপর্বে মধ্যস্ততা করে আমেরিকা। সূত্রের খবর, তখনই মোদি আমেরিকান উপরাষ্ট্রপতি জে ডি ভ্যান্সকে জানিয়ে দিয়েছিলেন, ইসলামাবাদ বেয়াদপি করলে ছাড় দেবেনা দিল্লি। পালটা জবাব দেওয়া হবে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনার পর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা হয় ভ্যান্সের। সূত্রের খবর, আলোচনার সময় নয়াদিল্লি জানিয়ে দেয়, পাকিস্তান যদি গুলি না চালায়, তাহলে ভারতও সংযম প্রদর্শন করবে।
কিন্তু শনিবার রাতে পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করতেই ফের উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ভারত পালটা হামলা না চালালেও তারা যে বসে থাকবে না তাও জানিয়ে দিয়েছে। আপাতত সংঘর্ষ বিরতি মেনে আক্রমণ সাময়িক বন্ধ। তবে তারপরও পাকিস্তান অবস্থান না বদলায় তাহলে ভারত চুপ থাকবে না বলেই সেনাকে জানিয়ে দিয়েছেন মোদি। এদিকে বায়ুসেনাও জানিয়ে দিয়েছে, অপারেশনে সিঁদুরে তাঁরা নিজেদের দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেছে কিন্তু এটা এখনই শেষ হয়নি। অপারেশন সিঁদুর এখনও চলছে।