কম খরচায় JIO-র সেরা কিছু প্ল্যান, মিলছে আনলিমিটেড সব সুবিধা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতের সবথেকে বৃহৎ টেলিকম সংস্থা জিও এবার তাদের গ্রাহকদের জন্য বিরাট সুখবর নিয়ে আসলো। হ্যাঁ, এবার ডেটার জন্য টাকা খরচ করতে হবে না। কারণ ফোনে কল করে যাদের দিন কাটে, তাদের ভয়েস অনলি প্ল্যান চালু করেছে জিও। তাও একেবারে দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান ৮৪ দিন এবং ৩৬৫ দিনের জন্য।

আরও পড়ুন : মোবাইলের মাধ্যমে ঘরে বসে ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করার পদ্ধতি জেনে নিন

আর এই সিদ্ধান্ত টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া নতুন ঘোষণার পরই নেওয়া হয়েছে। ট্রাই সম্প্রতি সমস্ত টেলিকম কোম্পানিগুলিকে জানিয়েছে যে, শুধুমাত্র কল এবং এসএমএস সুবিধাযুক্ত কম খরচের রিচার্জ প্ল্যান চালু করতে হবে। আর যারা ইন্টারনেট ব্যবহার করেন না, তারা স্বাচ্ছন্দ্য যাতে এই প্ল্যানগুলি যাতে ব্যবহার করতে পারে তার ব্যবস্থা করতে হবে।

জিওর এই নতুন প্ল্যান কাদের জন্য?

আসলে এই নতুন প্ল্যান শুধুমাত্র সেই সমস্ত গ্রাহকদের জন্যই তৈরি করা হয়েছে, যারা ইন্টারনেট ব্যবহার করেন না। বয়স্ক ব্যবহারকারী, যারা শুধুমাত্র ফোনে কথা বলেন বা গ্রামাঞ্চলের সেই সমস্ত মানুষ, যারা স্মার্টফোন ব্যবহার করে না, তাদের জন্য সেরা বিকল্প এগুলি। তো চলুন দেখে নেওয়া যাক, একনজরে জিওর এই প্ল্যানগুলি।

জিওর ৪৫৮ টাকার প্ল্যান

জিওর এই প্ল্যানে গ্রাহকরা যে সুবিধাগুলি পাবে সেগুলি হল-

  • ৮৪ দিনের ভ্যালিডিটি মিলবে।
  • যেকোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা মিলবে।
  • ১০০০ টি ফ্রি এসএমএস এর সুবিধা মিলবে।
  • সঙ্গে দেওয়া হবে জিও টিভি এবং জিও সিনেমার বিনামূল্য সাবস্ক্রিপশন।
  • ন্যাশনাল রোমিং পরিষেবা মিলবে একদম ফ্রিতে।

এই প্ল্যানটি তাদের জন্যই উপযুক্ত, যারা দিনের বেশিরভাগ সময় ফোনে কথা বলে কাটান।

জিওর ১৯৯৮ টাকার প্ল্যান

যারা দীর্ঘমেয়াদি কোন রিচার্জ প্ল্যান খুজছেন, তাদের জন্য জিওর ১৯৯৮ টাকার প্ল্যানটি সেরা বিকল্প। এই প্ল্যানে গ্রাহকরা পাবে-

  • ৩৬৫ দিনের জন্য ভালিডিটি।
  • আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা। 
  • ৩৬০০ টি ফ্রি এসএমএস এর সুবিধা।
  • বিনামূল্যে জিও টিভি এবং জিও সিনেমা অ্যাপের অ্যাক্সেস।
  • ফ্রি ন্যাশনাল রোমিং-এর সুবিধা

আরও পড়ুন: ভারত ও পাকিস্তানের পরমাণু নীতি কী ? পরমাণু হামলা কখন করা যায়? ? জানা জরুরি

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন