ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের কত অফিসার-জওয়ান নিহত ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ ও ছোট অস্ত্রের গুলিতে প্রায় ৪০ জন পাক সেনা নিহত। ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেন,  ভারতীয় সেনাবাহিনী জঙ্গি শিবির ধ্বংস করার প্রমাণ দেখিয়েছে। পুলওয়ামা হামলায় জড়িত জঙ্গিরা নিহত হয়েছে। অপারেশন সিন্দুরের অধীনে ১০০ জনেরও বেশি জঙ্গি  নিহত হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি, বিমান বাহিনী এবং নৌবাহিনীও এই অভিযানে জড়িত।

সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, পাকিস্তানের পক্ষ থেকে এই অনুপ্রবেশ এবং ব্যাপক আক্রমণে স্থলভাগে কোনও ক্ষতি হয়নি। তবে ভারতের সঙ্গে পাকিস্তানের পার্থক্য হল, “আমরা সন্ত্রাসীদের লক্ষ্য করেছিলাম এবং তারা আমাদের বেসামরিক এবং সামরিক অবকাঠামোকে লক্ষ্য করেছিল।” পার্থক্য হল আমরা সন্ত্রাসবাদীদের লক্ষ্যবস্তু করেছিলাম। কিন্তু তাঁরা আমাদের অসামরিক এবং সামরিক পরিকাঠামোকে লক্ষ্য করেছিল।

আরও পড়ুন:- ট্রাম্পকে থোড়াই কেয়ার, ‘PoK চাই’ সাফ জানাল ভারত । বিস্তারিত জেনে নিন

৭ মে রাত এবং ৮ মে রাতের মধ্যে পার্থক্য হল ৭ মে রাত তারা ইউএভি পাঠিয়েছিল। তবে ৮ তারিখে কম ইউএভি ছিল এবং অসামরিক নাগরিকদের নজরদারি বা হয়রানির জন্য আরও বেশি সংখ্যক হেলিকপ্টার ছিল। পাক কর্মকাণ্ডের কারণে অপারেশন সিঁদুরে ৫ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ডিজিএমও রাজীব ঘাই আরও জানান, অপারেশন সিন্দুরের লক্ষ্য হলো সীমান্তবর্তী সন্ত্রাসবাদের অবসান ঘটানো। ডিজিএমও রাজীব ঘাই পাকিস্তানে সন্ত্রাসীদের আস্তানা সম্পর্কে তথ্য দিয়েছেন। তিনি বলেন, অপারেশন সিঁদুরে শুধুমাত্র জঙ্গিদের আস্তানাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। লস্কর-ই-তৈবার সদর দফতর ছিল মুরিদকে। অপারেশন সিন্দুরের অধীনে এটি ধ্বংস করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে যে বেশ কয়েকটি পাকিস্তানি ড্রোন ভারতের বিভিন্ন রাজ্য এবং সীমান্তে প্রবেশ করে। ভারতীয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এগুলিকে আকাশে গুলি করে ভূপাতিত করে।  ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে যে অপারেশন সিঁদুরে পাকিস্তানের বাহাওয়ালপুরে অবস্থিত জইশ-ই-মহম্মদের একটি জঙ্গি শিবির উড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনী  জঙ্গি  শিবির ধ্বংস করার প্রমাণ দেখিয়েছে। সেনাবাহিনী আরও জানিয়েছে যে পুলওয়ামা হামলায় জড়িত জঙ্গিরা  নিহত হয়েছে।

আরও পড়ুন:- রাজ্যে সামাজিক সুরক্ষা যোজনায় উপকৃত ৩৫ লক্ষ মানুষ । কি কি সুবিধা, কিভাবে আবেদন ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন