Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শহরজুড়ে মাটির নিচের জলের যথেচ্ছ উত্তোলন ও তার অপচয় নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে ৷ এর ফলে মাটির নিচে জলস্তর ক্রমশ কমে আসছে ৷ আর এতেই প্রমাদ গুনছেন বিজ্ঞানীরা ৷
বিপদ এড়াতে এবার কলকাতা পুরনিগমের নিকাশি বিভাগ পদক্ষেপ নিচ্ছে ৷ কলকাতার বিভিন্ন প্রান্তে তৈরি করা হচ্ছে ভূগর্ভস্থ জলের রিচার্জ পয়েন্ট ৷ এমন 45টি আন্ডারগ্রাউন্ড রিচার্জ পয়েন্ট তৈরি করবে নিকাশি বিভাগ ৷ প্রথম দফায় হবে 20টি পয়েন্ট তৈরি হবে ৷ মেয়র পারিষদদের বৈঠকে এই সংক্রান্ত অনুমতি মিলেছে ৷ দ্রুত শুরু হবে কাজ ৷
শহরে বছরের পর বছর ধরে গজিয়ে উঠেছে বহুতল ৷ যার মধ্যে অধিকাংশই সকলের চোখের আড়ালে ভূগর্ভস্থ জল উত্তোলন করে ৷ একইভাবে এখনও কলকাতার বহু বাড়িতেই মাটির তলার জল নলকূপের মাধ্যমে তুলে ব্যবহার করতে দেখা যায় ৷ আর কলকাতা পুরনিগম সরকারি ভাবে প্রতিদিন 40 এমজিডি জল উত্তোলন করে ৷ ফলে প্রতিদিন শহরে বিপুল পরিমাণের ভূগর্ভস্থ জল ব্যবহার হচ্ছে ৷
আন্ডারগ্রাউন্ড রিচার্জ পয়েন্টের নকশা ৷ (ছবি- কলকাতা পুরনিগম)
স্বভাবতই জলস্তর কমতে শুরু করেছে ৷ আর তার পরিণতি ভয়ঙ্কর ! এমন আশঙ্কা ইতিমধ্যেই বিশেষজ্ঞমহল প্রকাশ করেছে ৷ বিপদ এড়াতে এবার মাটির নিচে জলস্তর বৃদ্ধির পথে কলকাতা পুরনিগম ৷ বৃষ্টির জল নিকাশির মাধ্যমে গঙ্গায় না-ফেলে, এবার তা পাঠানো হবে মাটির তলায় ৷ রেন ওয়াটার হার্ভেস্টিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিচার্জ পয়েন্টের সাহায্যে ৷
এই মুহূর্তে মোট 20টি জায়গায় এই পয়েন্ট তৈরির কাজ শুরু হচ্ছে ৷ দ্বিতীয় ধাপে আরও 25টি জায়গায় তৈরি করা হবে আন্ডারগ্রাউন্ড রিচার্জ পয়েন্ট ৷ মোট 45টি রিচার্জ পয়েন্ট হবে ৷ এই পয়েন্টগুলি তৈরির ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে বর্ষাকালে জলমগ্ন হয়ে যায় এমন এলাকাগুলিকে ৷ এতে দু’টি কাজ এক সঙ্গে হবে ৷ জমা জলের সমস্যা কমবে ৷ পাশাপাশি মাটির নিচে জলস্তরও বৃদ্ধি পাবে ৷ রাস্তা বা ফুটপাতের 450-500 বর্গ ফুট জায়গা নিয়ে এই পয়েন্ট তৈরি হবে ৷
কলকাতা পুরনিগম সূত্রে খবর, প্রাথমিক যে গর্ত করা হবে সেটা খানিকটা চেম্বারের মতো দেখতে হবে ৷ সেখামে জল জমবে ৷ এর নিচে বেশ কিছু বালি ও চারকোলের ছাঁকনি থাকবে ৷ যার মাধ্যমে বৃষ্টির জল পরিশোধন হয়ে সরু নলের মত অংশ দিয়ে মাটির নিচে আরেকটি চেম্বারে যাবে ৷ সেখান থেকে আরও গভীরে যাবে পাইপের মাধ্যমে ৷
আর সেই পাইপ পৌঁছবে 90-95 ফুট গভীরে, যেখানে বালি মাটির স্তর রয়েছে ৷ সেখান থেকে স্বাভাবিক উপায় জল আরও নিচে 800 ফুট গভীরে চলে যাবে ৷ আর রাস্তার উপরের গর্তে কাদা বা পলি জমলে, তা নিকাশি নালার মতো পরিষ্কার করা যাবে ৷
এই প্রকল্প প্রসঙ্গে যুক্ত কলকাতা পুরনিগমের এক আধিকারিক বলেন, “কেন্দ্রের ন্যাশনাল ডিজাস্টার অ্যান্ড রেসকিউ অথরিটির আর্থিক সহায়তায় এই কাজ হবে ৷ একাধিক নিকাশি প্রকল্পের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প এটি ৷ এই প্রকল্পের ফলে জলমগ্ন এলাকার মানুষ উপকৃত হবেন ৷ জলস্তর বাড়লে বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক ভারসাম্যও বজায় থাকবে ৷ একইসঙ্গে দুর্যোগ ও ধ্বস থেকে রক্ষা পাবে কল্লোলিনী কলকাতা ৷”
আরও পড়ুন:- রাজ্যে সামাজিক সুরক্ষা যোজনায় উপকৃত ৩৫ লক্ষ মানুষ । কি কি সুবিধা, কিভাবে আবেদন ? জেনে নিন