পিএম কিষান যোজনার টাকা পেতে নতুন নিয়ম মানতে হবে কৃষকদের, দেরি হয়ে যাবার আগে জেনে রাখুন ।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২০২৫ সালে পিএম কিষান যোজনার টাকা প্রাপ্তি নিশ্চিত করতে হলে e-KYC সম্পূর্ণ করতেই হবে, e-KYC না থাকলে কৃষকের অ্যাকাউন্টে আর টাকা আসবে না, e-KYC করা যাবে মোবাইল থেকে, CSC সেন্টার থেকেও। অনেক কৃষক বন্ধুদের টাকা আটকে আছে কারণ আধার কার্ড ও ব্যাংক একাউন্টের নামে গড়মিল, আধার কার্ড ও ব্যাংক একাউন্টে একই নাম থাকতে হবে, ভুল থাকলে, ব্যাংক বা আধার আপডেট সেন্টারে গিয়ে ঠিক করতে হবে।

পিএম কিষান যোজনার টাকা পেতে কী কী নতুন নিয়ম মানতে হবে?

সরকার এখন ভূমির তথ্য যাচাই করেই কৃষকদের পিএম কিষান টাকার যোগ্যতা দিচ্ছে, জমির পাট্টা বা রেকর্ড জমা দিতে হবে, অনলাইন পোর্টালে জমির তথ্য আপলোড করতে হবে। এই প্রকল্পে এক পরিবারের একাধিক সদস্য এখন টাকা পাবেন না, পরিবার পিছু একজন কৃষক টাকা পাওয়ার যোগ্য, অন্য সদস্যদের নাম থাকলেও সেটা বাতিল হয়ে যাবে যাচাইয়ের সময়।

এই কৃষকেরা পিএম কিষানে টাকা পাবেন না

  • আয়কর দাতা কৃষক
  • পেনশন প্রাপ্ত অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী
  • শহরে বসবাসকারী কৃষক যাদের কৃষির উপর নির্ভরতা নেই

PM KISAN Status Check Online Process

অনেকে শুধু ফর্ম পূরণ করেই নিশ্চিন্ত হয়ে যান, কিন্তু অনলাইনে নিয়মিত নিজের PM KISAN Status Check করতে হবে। ওয়েবসাইটে গিয়ে Aadhaar/Account নম্বর দিয়ে চেক করা যায়, এর ফলে টাকা আটকে থাকলে তাড়াতাড়ি সমাধান করা সম্ভব। নতুন কৃষক যারা এখনও নাম নথিভুক্ত করেননি, তাঁদের জন্য নিচের ডকুমেন্ট আবশ্যক – আধার কার্ড, জমির দলিল বা পাট্টা, ব্যাংকের পাস বই, মোবাইল নম্বর, নতুন রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইটে “New Farmer Registration” অপশন নির্বাচন করতে হবে।

পিএম কিষান যোজনা ২০২৫ সালে কৃষকদের জন্য আরও স্বচ্ছ এবং ডিজিটাল হয়েছে। তাই সময় মতো e-KYC সম্পূর্ণ করা, ভূমির তথ্য আপলোড, ও নিয়মিত স্ট্যাটাস চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিয়ম গুলি মানলেই আপনি সহজেই ২০০০ টাকার কিস্তি পেতে পারেন। এবারে এই সকল জিনিস জেনে নেওয়ার মাধ্যমে আপনাদের উচিত আবেদন করা যাতে আগামী দিনে কোন সমস্যা না হয়।

আরও পড়ুন:- ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধিতে দারুন পদক্ষেপ কলকাতা পুরনিগমের, জানতে বিস্তারিত পড়ুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন