Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পাকিস্তানের বিরুদ্ধে ফের সরব হল বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ (BLA)। এক প্রেস বিবৃতিতে এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দাবি করেছে, তারা অধিকৃত বালুচিস্তানে পাক সেনা ও গুপ্তচর সংস্থা আইএসআই-এর উপর মোট ৭১টি হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তারা দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘অস্থির’ আখ্যা দিয়ে বলেছে, এখানে ‘নতুন একটি রাজনৈতিক ও কৌশলগত ব্যবস্থা অপরিহার্য হয়ে পড়েছে।’ এই বিবৃতিতে BLA সরাসরি জানিয়েছে, তারা কোনও রাষ্ট্রের প্রক্সি নয়। বরং ভবিষ্যতে তারা দক্ষিণ এশিয়ার এক ‘গুরুত্বপূর্ণ এবং সক্রিয় শক্তি’ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে।
পাকিস্তানকে ‘অশান্তির আঁতুড়ঘর’ বলল BLA
এই বিবৃতিতে পাকিস্তানকে ‘সন্ত্রাসের আঁতুড়ঘর’ বলে কড়া ভাষায় আক্রমণ করেছে বিএলএ। তারা সরাসরি আইএসআই, পাকিস্তানের সেনাবাহিনী, এবং সন্ত্রাসবাদী গোষ্ঠী যেমন লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ ও আইএসআইএস-এর মধ্যে সম্পর্ক টেনে বলেছে, ‘এই দেশটি বিশ্ব জুড়ে সন্ত্রাস ছড়ানোর কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে।’ তাদের আরও অভিযোগ, পাকিস্তান সরকারের তরফে শান্তি, যুদ্ধবিরতি বা সৌভ্রাতৃত্বের যে কোনও বক্তব্য—তা নিছক ‘চালাকি’, যা আসলে এক রণনীতি মাত্র। ভারতের উদ্দেশে একটি কড়া বার্তা দিয়ে BLA জানিয়েছে, ‘পাকিস্তান শান্তির কথা বলে বিশ্বাসঘাতকতা করে। তার প্রতিটি কথা রক্তে ভেজা।’
৭১টি হামলার দাবি, কেন?
বিএলএ-র মুখপাত্র জিয়ন্দ বালুচ জানিয়েছেন, এই সপ্তাহের শুরুতে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে ছিল, ঠিক তখনই তারা পাকিস্তানের বিরুদ্ধে নতুন এক ফ্রন্ট খুলেছে। বালুচিস্তানের ৫১টিরও বেশি জায়গায় তারা ৭১টি আক্রমণ চালায়। এই হামলাগুলির লক্ষ্য ছিল পাকিস্তানি সেনাবাহিনীর কনভয়, গোয়েন্দা কেন্দ্র, এবং খনিজ পরিবহণের গাড়ি। তাদের দাবি, এই হামলার উদ্দেশ্য শুধুই ধ্বংস নয়—বরং পরবর্তী বৃহত্তর যুদ্ধের প্রস্তুতির একটি অংশ, যেখানে পাকিস্তানি সেনার মাঠের উপস্থিতি, প্রস্তুতি ও প্রতিরক্ষা শক্তিকে যাচাই করা হয়েছে।
নিজেদের অবস্থান স্পষ্ট করল BLA
বিদেশি মদত পাওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠে এসেছে BLA-এর বিরুদ্ধে। কিন্তু এই বিবৃতিতে তারা স্পষ্ট জানিয়েছে, বলুচ জাতীয় প্রতিরোধ কোনও রাষ্ট্র বা ক্ষমতার প্রতিনিধিত্ব করে না। তারা স্বাধীনভাবে লড়াই করছে, এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে সক্ষম।
ভারতের জন্য বার্তা
এই পরিস্থিতিতে ভারতও সতর্ক। কারণ বালুচিস্তান পাকিস্তানের একটি সংবেদনশীল অঞ্চল, এবং সেখানকার ঘটনা ভারত-পাক সম্পর্কেও প্রভাব ফেলে। BLA যে ভাবে পাকিস্তানের শান্তির বার্তাকে ‘চক্রান্ত’ বলেছে, তা ভারতের জন্য এক তাৎপর্যপূর্ণ সতর্কবার্তা। পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে একঘরে করার কূটনৈতিক চেষ্টায় ভারত এই প্রসঙ্গকে কাজে লাগাতে পারে। দক্ষিণ এশিয়ার রাজনীতি ক্রমশ জটিল হচ্ছে। পাকিস্তানের ভিতরে সন্ত্রাস, বিচ্ছিন্নতাবাদ ও সামরিক আধিপত্যের বিরুদ্ধে যে প্রতিরোধ তৈরি হচ্ছে, তা শুধু পাক ভূখণ্ডেই সীমাবদ্ধ নয়—তা গোটা অঞ্চলের স্থিতিশীলতার পক্ষে চ্যালেঞ্জ। বালুচ লিবারেশন আর্মির বার্তা থেকে এটা স্পষ্ট—ভবিষ্যতের দক্ষিণ এশিয়ায় নতুন করে এক ‘খেলা’ শুরু হতে চলেছে, যার প্রভাব পড়বে ভারতের উপরও।
আরও পড়ুন:- ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধিতে দারুন পদক্ষেপ কলকাতা পুরনিগমের, জানতে বিস্তারিত পড়ুন