আবারও বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি নতুন ঘূর্ণিঝড় শক্তি (Cyclone Shakti). মে মাসে সাগরে তিনটি নিম্নচাপ তৈরি হবে এবং তারই মধ্যে একটি প্রবল ঝড়ে পরিণত হতে পারে আর এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা গুলিতে। ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, শক্তির গতি এবং গতিপথ অত্যন্ত উদ্বেগ জনক। নিচে পর্যায়ক্রমে জানানো হলো এই ঘূর্ণিঝড় শক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট ও সতর্ক বার্তা।
আরও পড়ুন : শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হচ্ছে পাকিস্তানের, কি ‘খেলা’ শুরু করলো BLA ? জেনে নিন
ধেয়ে আসছে ভয়ঙ্কর সাইক্লোন?
- আবহাওয়া দফতরের মতে, ঘূর্ণিঝড় শক্তি পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মাঝামাঝি স্থানে, বিশেষ করে দীঘা ও পারাদ্বীপের মাঝখানে আছড়ে পড়তে পারে।
- আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ হতে পারে ১২০ থেকে ১৩৫ কিমি প্রতি ঘণ্টা।
কোন জেলা গুলি সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে?
পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, কোলকাতা, এই জেলা গুলিতে ভারী , বজ্রপাত ও দমকা হাওয়া বইতে পারে। আর এই সকল জেলা ছাড়াও ঘূর্ণিঝড়ের অভিমুখ যেই দিকে থাকবে সেই হিসাবে আরও জায়গা প্রভাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে। এই সম্পর্কে সতর্কতা ও দরকারি তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
সরকারি প্রস্তুতি ও সতর্কতা
- জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ইতি মধ্যেই উপকূল বর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে।
- রাজ্য সরকার সমস্ত স্কুল কলেজ ও সরকারি অফিসে ছুটি ঘোষণা করেছে উপকূলবর্তী জেলা গুলিতে।
- মাছ ধরার নৌকা গুলি যেন সমুদ্রে না যায়, সেই মর্মে জেলেদের সতর্ক করা হয়েছে।
জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকলে আতঙ্কিত হবেন না, প্রয়োজনীয় জিনিস যেমন খাবার, জল, ওষুধ মজুত করে রাখুন, নিরাপদ জায়গায় আশ্রয় নিন ও সরকারি নির্দেশ মেনে চলুন, অতিরিক্ত গুজব বা ভুল তথ্য থেকে সাবধান থাকুন। বিশেষজ্ঞদের মতে, বারবার ঘূর্ণিঝড়ের সৃষ্টি জলবায়ু পরিবর্তনেরই বড় ইঙ্গিত। বঙ্গোপসাগরের তাপমাত্রা বেড়ে যাওয়ায় ঘন ঘন শক্তিশালী সাইক্লোন তৈরি হচ্ছে।
আরও পড়ুন : মোবাইলের মাধ্যমে ডিজিটাল ডিজিট বা সার্র্থটিফিকেট তৈরি করার পদ্ধতি নিন