সাপে কামড়ানোর পর কী করলে বেঁচে যাবেন? জানুন সেই টেকনিক

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্ষাকাল মানেই সাপের উপদ্রব। সাপের কামড়ে মৃত্যুর ঘটনাও ঘটছে।কালাচ, চন্দ্রবোড়া, কেউটে, গোখরো কামড়ালে আর রক্ষে নেই।

সাপে কামড়ালেই ৫ কৌশলে সুস্থ হতে পারেন। এই কৌশলের নাম RIGHT।

 R- Reassurance- আতঙ্কে মৃত্যু হয়। তাই রোগীকে আশ্বস্ত করুন কিস্যু হবে না।

I- Immobilization-নাড়াচাড়া কম করুন। শরীরে কম বিষ ছড়াবে। স্কেল বা বাঁশের টুকরো-সহ যে অংশে কামড়াবে কাপড় দিয়ে হাল্কা করে বেঁধে দিন।

GH- Go To Hospital- নিকটতম হাসপাতালে নিয়ে যান রোগীকে। রোগীর সঙ্গে কথা বলতে থাকুন।

নিওস্টিগমিন, অ্যাট্রোপিন এবং অ্যাড্রিনালিন যেন থাকে হাসপাতালে। 

  T- Tell Doctor for Treatment- চিকিৎসকে সব সমস্যার কথা বলুন। 

RULE OF 100- সাপে কামড়ানোর ১০০ মিনিটের মধ্যে ১০০ মিলিলিটার AVS শরীরে প্রবেশ করলে বাঁচার সম্ভাবনা ১০০%। 20 WBCT- রক্ত জমাট বেঁধেছে কিনা দেখা হয়। রক্ত জমাট না বাঁধলে চন্দ্রবোড়ার কামড়।

আরও পড়ুন:- ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধিতে দারুন পদক্ষেপ কলকাতা পুরনিগমের, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন